স্বাস্থ্য মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

৩০ জুলাই ২০১৯, ০৩:৪১ পিএম | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৫ এএম


স্বাস্থ্য মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক:

স্বাস্থ্য মন্ত্রণালয়ে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। উচ্চতর প্রশিক্ষণে থাকা চিকিৎসকদের তাদের চিকিৎসা কাজে যোগদান করতেও বলা হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি ও বন্যার কারণে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার সচিব শেখ মুজিবুর রহমান সরকার।

মঙ্গলবার (৩০ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানান তিনি।

 

এর আগে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলমের সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে সারা দেশের সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়, তারা যেন তাদের অফিস ও আসবাবপত্র নিজেদের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন।

এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ও তাদের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে ব্যবস্থা নিয়েছে বলে সভায় জানানো হয়েছে।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও