তিন হাজার ১০৭ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে

২৯ জুন ২০১৯, ০৩:১৫ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০২:১৭ এএম


তিন হাজার ১০৭ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

মুক্তিযুদ্ধ না করেও সনদ পেয়েছেন এমন তিন হাজার ১০৭ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক শনিবার (২৯ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন। তবে তাদের নামের তালিকা সংসদে উপস্থাপন করা হয়নি।

জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, গত ১০ বছরে বাদ পড়া মুক্তিযোদ্ধা ক্যাটাগরি অনুযায়ী অর্থাৎ বেসামরিক গেজেট, নারী মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা), মুজিবনগর সরকারের কর্মচারী, চিকিৎসাসেবা প্রদানকারী মেডিকেল টিম, শব্দ সৈনিক, শহীদ এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ ৪ হাজার ১৮৮ মুক্তিযোদ্ধার নাম গেজেটভুক্তির জন্য সরকারের কাছে সুপারিশ করা হয়েছে।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও