করোনায় সারাদেশে আরও ৩২ মৃত্যু, আক্রান্ত ২২০২

০৮ ডিসেম্বর ২০২০, ০৮:৫০ পিএম | আপডেট: ০২ এপ্রিল ২০২৫, ১০:২৬ পিএম


করোনায় সারাদেশে আরও ৩২ মৃত্যু, আক্রান্ত ২২০২
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) দেশে আরও ৩২ মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯০৬ জনে। এছাড়া গত একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২২০২ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ৪ লাখ ৮১ হাজার ৯৪৫ জন। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৭১ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ১ হাজার ১৯৪ জন সুস্থ হয়ে উঠেছেন। মঙ্গলবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ১৩৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ২০০ টি নমুনা সংগ্রহ এবং ১৭ হাজার ৮৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৮ লাখ ৯৪ হাজার ৬২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৮৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৩ দশমিক ২৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

প্রসঙ্গত, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ মার্চে।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও