করোনার কবলে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল

১৫ নভেম্বর ২০২০, ০৮:২০ পিএম | আপডেট: ০৪ এপ্রিল ২০২৫, ১১:৪৫ এএম


করোনার কবলে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। তার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। জাতীয় সংসদের চলমান বিশেষ অধিবেশন উপলক্ষে নমুনা পরীক্ষায় রোববার (১৫ নভেম্বর) তার করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে।

এই প্রসঙ্গে ক্রীড়া মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, শনিবার তার নমুনা সংগ্রহ করা হয়। এতে রোববার ফল পজিটিভ আসে। ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেলের শারীরিক কোনো জটিলতা না থাকায় চিকিৎসকের পরামর্শে তিনি বাসাতেই কোয়ারেন্টাইনে আছেন।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও