চট্টগ্রামে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১৫
২২ মার্চ ২০২০, ১২:৪৫ পিএম | আপডেট: ২৬ অক্টোবর ২০২৫, ১২:০৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় যাত্রীবাহী লেগুনা ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো বেশ কয়েকজন। হতাহতরা সবাই লেগুনা গাড়ির যাত্রী। শনিবার (২১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য তথা চুনতি বনরেঞ্জ কার্যালয়ের সামনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কক্সবাজার জেলার চকরিয়া উত্তর হারবাং আজিজনগর কোরবানিয়া ঘোনা এলাকার আব্বাস উদ্দিনের ছেলে মো. জসিম উদ্দিন (৩৩), মো. তাওরাত হোসেন বেলাল (১৭), নাইক্ষ্যংছড়ি বাইশারী হলুদ্যাশিয়া এলাকার মৃত কালু মিয়া সিকদারের ছেলে আজিজনগর কৃষি ব্যাংক কর্মকর্তা মো. বাদশা মিয়া (২৮), চকরিয়া এলাকার মো. জহির (২৭), আজিজনগর ভিলেইজার পাড়ার লালু ফকির, আজিজনগর ইসলাম ট্রেডিং এলাকার মোস্তাফিজ খলিফার ছেলে জসিম উদ্দিন, লেদু ফকির, আনোয়ার হোসেন, জহির উদ্দিন ও লোহাগাড়ার চুনতি মীরিখিল এলাকার সিরাজ মেস্ত্রী (৩৮)। নিহত বাকিদের নাম জানা যায়নি। আহতদের মধ্যে কক্সবাজার জেলার চকরিয়া হারবাং এলাকার মো. নুরুন্নবি (৪০) মো. সাইফুল (৩০) এর নাম জানা গেছে।
লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ বলেন, চট্টগ্রামের লোহাগাড়া থেকে যাত্রীবোঝাই করে চকরিয়া যাচ্ছিল লেগুনা পরিবহনের গাড়িটি। ওই গাড়িতে যাত্রী ছিলো অন্তত ১৮ জন। যাত্রীবোঝাই লেগুনা গাড়িটি মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া ঢালার কাছে পৌঁছতেই ঝুঁকিপূর্ণ বাঁকের মধ্যে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা লবণবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ১২ যাত্রী। আহত হন অন্যরা। হাসপাতালে নেয়ার পরে আরো ৩ জনের মৃত্যু হয়।
দোহাজারি হাইওয়ে থানা পুলিশের এসআই মো. ফারুক বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ১২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে দুমড়ে মুছড়ে যাওয়া লেগুনা ও ট্রাকটি উদ্ধার করে দোহাজারি হাইওয়ে থানা হেফাজতে নেয়া হয়েছে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফ বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ৪ জনকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। এদের মধ্যে ১ জন মৃত। তার নাম জানা যায়নি। বাকি ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেও দু’জন মারা যান।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে যাত্রীবাহি বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত-৩
- ঘুমন্ত স্ত্রী-সন্তানদের শরীরে পেট্রোল ঢেলে আগুন, দগ্ধ ৬
- নরসিংদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন
- নরসিংদীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ
- শিবপুরে বেগম খালেদা জিয়া ও মনজুর এলাহীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
- রায়পুরা কলেজ শাখা ছাত্রদলের ২ নেতার পদত্যাগ
- শিবপুরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সেমিনার অনুষ্ঠিত
- আলোকবালীতে আইনশৃঙ্খলার উন্নয়নে প্রশাসনের মতবিনিময় সভা
- নরসিংদী সরকারি কলেজের ২৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
- শিক্ষকদের কর্মবিরতিতে হামলার প্রতিবাদে নরসিংদীতে শিক্ষকদের মানববন্ধন
- মাধবদীতে যাত্রীবাহি বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত-৩
- ঘুমন্ত স্ত্রী-সন্তানদের শরীরে পেট্রোল ঢেলে আগুন, দগ্ধ ৬
- নরসিংদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন
- নরসিংদীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ
- শিবপুরে বেগম খালেদা জিয়া ও মনজুর এলাহীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
- রায়পুরা কলেজ শাখা ছাত্রদলের ২ নেতার পদত্যাগ
- শিবপুরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সেমিনার অনুষ্ঠিত
- আলোকবালীতে আইনশৃঙ্খলার উন্নয়নে প্রশাসনের মতবিনিময় সভা
- নরসিংদী সরকারি কলেজের ২৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
- শিক্ষকদের কর্মবিরতিতে হামলার প্রতিবাদে নরসিংদীতে শিক্ষকদের মানববন্ধন