কক্সবাজারে পাহাড় ধসে স্বামী-স্ত্রী নিহত

১৪ জুলাই ২০১৯, ০৯:৫১ এএম | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৩ এএম


কক্সবাজারে পাহাড় ধসে স্বামী-স্ত্রী নিহত

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পাহাড় ধসে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে। নিহতরা হলেন মোহাম্মদ সাদেক (৩০) ও তাঁর স্ত্রী ওয়ালিদা বেগম (২৫)।

গতকাল শনিবার (১৩ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বমু বিলছড়ি এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে।

আজ রোববার (১৪ জুলাই) সকালে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, রাতে স্বামী-স্ত্রী একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় ভারি বৃষ্টির মধ্যে পাহাড় ধসে পড়লে মাটিচাপায় তাঁরা নিহত হন।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও