টানা ৩০ ঘন্টা সাঁতার কেটে আখাউড়া থেকে নরসিংদী পৌঁছলেন বকুল সিদ্দিকী

১২ আগস্ট ২০২৩, ০৭:৪২ পিএম | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ০৪:০০ এএম


টানা ৩০ ঘন্টা সাঁতার কেটে আখাউড়া থেকে নরসিংদী পৌঁছলেন বকুল সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মাণবাড়িয়া জেলার আখাউড়ার জিরো পয়েন্ট এলাকা থেকে টানা ৩০ ঘণ্টা সাঁতার কেটে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মনিপুরা বাজার ঘাটে পৌঁছেছেন স্থানীয় এক পল্লী চিকিৎসক।

গতকাল শুক্রবার সকাল ১১ টায় রওয়ানা দিয়ে আজ শনিবার বিকাল ৪.৪৯ টায় মনিপুরা পৌছান তিনি। এ সময় তার পাহারায় ছিলেন নৌকা, স্বেচ্ছাসেবী ও তাকে সাহস দেয়ার জন্য এলাকার কিছু যুবকও সহযাত্রী হিসেবে পাশে ছিলেন।

ওই পল্লী চিকিৎসক বকুল সিদ্দিকী (৫০) নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের খোদাদিলা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

তার দাবি তিনি ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেষা এলাকা আখাউড়া জিরো পয়েন্ট ঘাট থেকে শুক্রবার সাঁতার শুরু করেন। খড়মপুর, হাওর মেঘনা নদীতে সাঁতার কেটে শনিবার বিকাল ৪.৪৯ টায় নরসিংদীর রায়পুরা উপজেলার হাইরমারা ইউনিয়নের মনিপুরা বাজার ঘাট পর্যন্ত আসতে বিরতিহীন প্রায় ৩০ ঘন্টা সময় নেন।

সাঁতারকে কেন্দ্র করে মেঘনা নদীতে বিভিন্ন নৌকা ও স্পিডবোটে শত শত উৎসুক দর্শক উপস্থিত হন। রায়পুরা প্রান্তে পৌঁছলে সাঁতারু বকুল সিদ্দিকীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের পক্ষ থেকে ১ লাখ টাকা পুরস্কার প্রদান করেন স্থানীয়রা।

আয়োজক কমিটির সদস্য বজলুর রহলান ফাহিম বলেন, "আখাউড়া জিরো পয়েন্ট থেকে সাতার শুরু করে বিরতিরহীন সাঁতরে রেকর্ড করেন। সাঁতারের সময় সঙ্গে ভলান্টিয়ার স্পিটবোটে করে নদীপথে নিরাপত্তা নিশ্চিতে কাজ করেন। আমরা ধারণা করছি তিনি প্রায় ৩০০ কি.মি পথ অতিক্রম করেছেন।"

সাতারু বকুল সিদ্দিকী বলেন, "তিনি ছোটকাল থেকে সাঁতার কেটে অভ্যস্থ। নিয়মিত সাঁতারে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ইত্যাদি দীর্ঘমেয়াদি অসংক্রামক ব্যধির ঝুঁকি অনেক কম। সাঁতারের আছে নানা স্বাস্থ্যসুফল। পল্লী চিকিৎসক হিসেবে রোগীদের পরামর্শ দিয়ে যেতাম। এই উপলব্ধি থেকে প্রতিদিন সাঁতার কাটতাম। প্রবল ইচ্ছে শক্তি নিয়ে কাজটা বাড়িয়ে দেই। গিনেস বুকে নাম লিখানোর ইচ্ছে পোষণ করেই আজকে আমার এ কার্যক্রম। পানিতে সাঁতার কাটাবস্থায় কিছু খাবার খেয়েছি, পানি ও জুস পান করেছি। অদূর ভবিষ্যতে সাঁতারে বিশ্বরেকর্ড করার ইচ্ছে রয়েছে আমার।"

তিনি আরও বলেন, ১৯৯৬ সালে দালালের খপ্পরে পড়ে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন। ওই সময় থাইল্যান্ড থেকে সাগরপথে ১৮ ঘণ্টা সাঁতার কেটে মালয়েশিয়ায় পৌঁছান বকুল। সেই থেকে সাঁতারে তার মনোবল আরও বেড়ে যায়। পরে দেশে ফিরলে এলাকাবাসীর উৎসাহে বকুল সিদ্দিকী সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয়।"

তিনি আরও দাবি করেন যে, প্রথমে ২০১৯ সালে বর্ষাকালে মেঘনা নদীতে ১৭ কিলোমিটার সাঁতরে এলাকাবাসীর নজরে আসেন। পরে পর্যায়ক্রমে ২০২০ সালের ২৫ আগস্ট ৫.১০ ঘন্টা। ২০২১ সালের ৩ আগস্ট মেঘনা নদীতে টানা ৬ ঘণ্টা ৪০ কিলোমিটার সাঁতার কেটেছেন তিনি।


বিভাগ : খেলা


এই বিভাগের আরও