মাধবদীর সোনার বাংলা সমবায় মার্কেটে আগুনে পুড়ল ৬ দোকান

০৬ আগস্ট ২০২৫, ০৬:১৫ পিএম | আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ০২:৩৫ এএম


মাধবদীর সোনার বাংলা সমবায় মার্কেটে আগুনে পুড়ল ৬ দোকান
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে সোনার বাংলা সমবায় সমিতির মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জুতা, ইলেক্ট্রনিক, মুদিসহ ৬টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘন্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় আরও ভয়াবহ আগুন ছড়ানো থেকে রক্ষা পেয়েছে মার্কেটটি।
 
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বুধবার (০৬ আগস্ট) সকাল ৭টার দিকে মাধবদী বাজারের সোনার বাংলা সমবায় মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়ারা আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের মাধবদী ও নরসিংদী ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
 
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফি বলেন, সকাল ৭:২০ মিনিটে খবর পেয়ে মাধবদী ও নরসিংদীর ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌছে। এর মধ্যে মাত্র তিনটি ইউনিট এক ঘন্টা কাজ করেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মার্কেটে শত শত দোকান থাকলেও অল্পেই রক্ষা পায় বাজারের ব্যবসায়ীরা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।