রায়পুরার হাইরমারায় গৃহবধু হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

২৩ জানুয়ারি ২০১৯, ১০:৩৫ পিএম | আপডেট: ২৪ এপ্রিল ২০২৪, ০৯:৫৫ পিএম


রায়পুরার হাইরমারায় গৃহবধু হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

রায়পুরা প্রতিনিধি
রায়পুরার হাইরমারায় গৃহবধু ফাতেমা বেগম (৩৮) হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। নিহত ফাতেমা হাইরমারা গ্রামের বশির আহমেদের স্ত্রী ও উপজেলার ইউনুছ মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়া।
এ হত্যার প্রতিবাদে ওই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাকরা বুধবার (২৩ জানুয়ারি) হত্যার সাথে জড়িত ফাতেমার স্বামী বশির আহমেদ ও দ্বিতীয় স্ত্রী কোহিনুরের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন। এসময় বিক্ষোভকারীরা এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে স্বামী বশির ও তার দ্বিতীয় স্ত্রী কোহিনুরের দৃষ্টান্তমূলক শান্তি দাবি জানান।

বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল হাই মাসুদ বলেন, ফাতেমা আমার বিদ্যালয়ের আয়া ছিলো। সে আমাদের মাঝে নেই, কিছুতেই মানতে পারছি না। এই হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।
চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নাসির উদ্দিন বলেন, বশির এর আগেও অনেকগুলো কু-কর্মের সাথে জড়িত ছিলো। সে একজন চিহ্নিত সস্ত্রাসী। আমি জনপ্রতিনিধি হিসাবে তাঁর দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

উল্লেখ্য, মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে রায়পুরা থানা পুলিশ নিজ বাড়ি থেকে ফাতেমা বেগম এর মরদেহ উদ্ধার করে। নিহত ফাতেমা হাইরমারা গ্রামের বশির আহমেদের প্রথম স্ত্রী। বাড়ির পশ্চিম দিকের রাস্তার পাশে মরদেহ দেখতে পেয়ে পরিবারের অন্য সদস্যরা থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার ও হত্যার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য বশির ও কোহিনুরকে আটক করে।
হত্যার ঘটনায় নিহতের ছোট ভাই মাইন উদ্দিন বাদী হয়ে বশির ও তাঁর দ্বিতীয় স্ত্রীসহ অজ্ঞাতনামা দুই জনকে আসামী করে রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, এ ঘটনায় আটক নিহতের স্বামী, দ্বিতীয় স্ত্রী ও পুত্রকে আটক করে জেলে প্রেরণ করা হয়েছে। নিহত ফাতেমার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

২২ বছর পূর্বে চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহ্পুর এলাকার সাহাবুদ্দিনের মেয়ে ফাতেমার সাথে পার্শ্ববর্তী হাইরমারা এলাকার মৃত খালেক মিয়ার ছেলে বশিরের বিয়ে হয়। সন্তান না হওয়ায় বশির দ্বিতীয় বিয়ে করেন। তারপর থেকে ফাতেমা স্কুলে আয়ার কাজ করতেন। জমি সংক্রান্ত বিষয় নিয়ে বশির প্রায় সময় ফতেমার ওপর অমানবিক নির্যাতন চালাত বলে জানান স্বজনরা।



এই বিভাগের আরও