পলাশে বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতার বই বিতরণ

০৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:১১ পিএম | আপডেট: ৩১ মার্চ ২০২৫, ০৭:১৬ এএম


পলাশে বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতার বই বিতরণ

পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলায় বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে ভাতার বই বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে ডাঙ্গা ইউনিয়ন পরিষদ মাঠে এসব বই বিতরণ করা হয়।

জানা গেছে “শেখ হাসিনার মমতা বয়স্কদের জন্য নিয়মিত ভাতা, শেখ হাসিনার অবদান প্রতিবন্ধীদের ভাতা প্রদান” প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বয়স্ক ও প্রতিবন্ধীদের ভাতা বই বিতরণ করা হয়। এসময় ১৩৬ জন বয়স্ক ও ৫৬ জন প্রতিবন্ধীর হাতে ভাতার বই তুলে দেয়া হয়।

নরসিংদী -২ (পলাশ) এর সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বয়স্ক ও প্রতিবন্ধীদের হাতে ভাতার বই তুলে দেন।
ডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবের উল হাইয়ের সভাপতিত্বে এ সময় আরো ব্যক্তব্য দেন, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার মো উজ্জ্বল মুন্সী।



এই বিভাগের আরও