পলাশে ২৭ জন রোগীকে চিকিৎসার অনুদানের চেক হস্তান্তর

১৯ জানুয়ারি ২০২২, ০৩:৫৬ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৪, ১১:৫০ পিএম


পলাশে ২৭ জন রোগীকে চিকিৎসার অনুদানের চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশ উপজেলায় ২৭ জন রোগীকে চিকিৎসার জন্য সরকারি অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসব চেক হস্তান্তর করা হয়।


ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হ্নদরোগ ও থ্যালাসেমিয়ায় অসুস্থ রোগীদের হাতে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক হস্তান্তর করা হয়।


পলাশ উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পলাশ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন এই অনুদানের চেক হস্তান্তর করেন। উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মো. উজ্জল মুন্সি।