পলাশে হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

১৩ জানুয়ারি ২০২২, ০৬:০৭ পিএম | আপডেট: ০২ এপ্রিল ২০২৫, ০৭:৫৯ এএম


পলাশে হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ দিয়ে রোগীদের সেবা দেওয়ার দায়ে একটি হাসপাতালকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুুপুরে উপজেলার ঘোড়াশাল বাজার এলাকায় অবস্থিত ছলিম উল্লাহ জেনারেল হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা।

এসময় মেয়াদ উত্তীর্ণ ঔষুধ দিয়ে রোগীদের চিকিৎসা সেবা প্রদানের অপরাধে হাসপাতালটিকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ছলিম উল্লাহ জেনারেল হাসপাতালের লাইসেন্স না থাকার কারণে আগামী ২০ দিনের মধ্যে লাইসেন্স দেখাতে বলা হয়। অন্যথায় হাসপাতালটিকে সিলগালা করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিকুর রহমান আকন্দসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।



এই বিভাগের আরও