পলাশে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

০২ জানুয়ারি ২০২২, ০৪:৪৭ পিএম | আপডেট: ০১ এপ্রিল ২০২৫, ০৪:১৮ এএম


পলাশে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
“মুজিব বর্ষের সফলতা ঘরেই পাবেন সকল ভাতা” এ প্রতিপাদ্য কে সামনে রেখে নরসিংদীর পলাশে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা চত্বরে এক র‌্যালি ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

উপজেলার মোট ১২ জন প্রতিবন্ধী নারী, পুরুষ ও শিশুর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া সিগ্ধার সভাপতিত্বে পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. উজ্জল মুন্সী।



এই বিভাগের আরও