পলাশে নির্বাচনে আচরনবিধি প্রতিপালনে মতবিনিময় সভা

২১ ডিসেম্বর ২০২১, ০৫:০০ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৩১ পিএম


পলাশে নির্বাচনে আচরনবিধি প্রতিপালনে মতবিনিময় সভা

পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশের চরসিন্দুর ও জিনারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইন শৃঙ্খলা ও নির্বাচনী আচরনবিধি প্রতিপালন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

পলাশ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দিন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ ও রিটানিং অফিসার ও পলাশ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছাঃ জোবাইদা খাতুন।

এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ আসনের প্রার্থীগণসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।আগামী ২৬ ডিসেম্বর নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ও জিনারদি দুই ইউপি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।