পলাশে প্রাইভেটকার চাপায় শিশুর মৃত্যু

১২ ডিসেম্বর ২০২১, ০৭:২৮ পিএম | আপডেট: ০২ মে ২০২৪, ১১:৪৩ পিএম


পলাশে প্রাইভেটকার চাপায় শিশুর মৃত্যু

আল আমিন মিয়া:
নরসিংদীর পলাশ উপজেলায় প্রাইভেটকার চাপায় তাওহিদ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকালে উপজেলার জিনারদী ইউনিয়নের মাঝেরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


নিহত শিশু তাওহিদ মাঝেরচর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকালে মাঝেরচর এলাকার হালিমা মার্কেটের পাশের সড়কে চরনগরদী থেকে আসা দ্রুতগামী একটি প্রাইভেটকার অন্য একটি গাড়ীকে ওভারটেক করতে গিয়ে সড়কের পাশে থাকা শিশু তাওহিদকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন শিশুটিকে আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনার পর প্রাইভেটকার ও চালক পালিয়ে যায়।