নরসিংদীতে এই প্রথম অসাধারণ একটি শিক্ষা সেমিনার ও দক্ষতা উন্নয়ন কর্মশালার আয়োজন করলো CAMPAIGN BANGLADESH
০১ অক্টোবর ২০১৮, ০৩:৪৯ এএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম
মোঃ সুমন রানা।
এই প্রথম নরসিংদীতে campaign for better Bangladesh এই ভিশনকে সামনে রেখে সারা বাংলাদেশে শিক্ষা ও দক্ষতা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে Campaign Bangladesh নামক একটি সেচ্ছাসেবী সামাজিক সংস্থা। এই সংস্থার নরসিংদী জেলা শাখার প্রধান অ্যাম্বাসেডর ও কেন্দ্রিয় পাবলিকেশন্স সেক্রেটারি মু.হাসিবুর রহমান অনিকের সভাপতিত্বে প্রোগ্রামের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানটি সকাল ৮.৫০ মিনিটে শুরু হয়, প্রোগ্রামের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত নিয়ে আসেন নরসিংদী সরকারী কলেজ এর অ্যাম্বাসেডর মুজাহিদুল ইসলাম জাহিদ। এরপর জাতীয় সঙ্গীত এর মাধ্যমে দাঁড়িয়ে সন্মান প্রদর্শন করে পোগ্রামটি আনুষ্ঠানিক ভাবে শুরু হয় পোগ্রামের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন নরসিংদী জেলার চিফ অ্যাম্বাসেডর মু. হাসিবুর রহমান অনিক। তিনি এ সময় বিভিন্ন বিষয়ে উপস্থীত সদস্যদের উদ্দ্যেশে বক্তব্য,দেন তিনি জ্ঞানী ব্যাক্তিদের ৬ টি গুন, অ,দিয়ে গল্প,, দিন বদলের সনদ না বলে মন বদলের সনদ হওয়া দরকার,আপনাকে সমাজের কোন নোংরামি পরিষ্কার করতে হবেনা সিদ্ধান্ত নিন আপনার দ্বারা যেন কোন মানুষ ও পরিবেশের কোন ক্ষতিসাধন না হয় এবং কোরআন থেকে কিছু গুরুত্বপূর্ন উপদেশ দিয়ে তিনি তার শুভেচ্ছা বক্তব্য শেষ করেন।
এর পর সকাল ৯.০০ টায় মঞ্চে উঠেন campaign Bangladesh এর CEO আল -মামুন রাসেল তিনি How to improve skill Davelopment বিষয়ে গুরুত্বপূর্ন Topic নিয়ে আলোচনা করেন। আলোচনার ১ম পর্যায়ে তিনি নরসিংদী র মানুষ কে সিংহের সাথে তুলনা করেন, শুধু সিংহ নয় নর সিংহের সাথে তুলনা করেন,,, এরপর তিনি উপস্থিত নর এবং নারীদের মাঝে সিংহের তেজ পরীক্ষা করতে আলাদা আলাদা ভাবে নর-ও নারীদের হাতে এক,দুই,এক,দুই তিন এমন ভাবে মজার ছলে ছলে শিখাতে থাকেন নানা কলা কৌশল। একপর্যায়ে তিনি কিছু শব্দ বলেন এবং উপস্থীত সদস্যদের মাঝে যারা এই শব্দ গুলো বলতে পারবেন তাদের জন্য তার লেখা ভাল বক্তা, উপস্থাপক,ও বিতার্কিক হওয়ার বৈজ্ঞানিক কৌশল বইটি উপহার দেওয়ার ঘোষনা দেন,, শব্দ গুলো ছিল {অ,আ,ই,ও,এ,ও,এন } একাদিক ব্যাক্তি হাত উত্তলন করে ব্যার্থ হওয়ার পর ছেলেদের পক্ষ হতে পুরষ্কার জিতেন স্কলাষ্টিকা মডেল কলেজের ছাত্র নূরুজ্জামান আপেল এবং মেয়েদের পক্ষ হতে পুরষ্কার জিতেন স্কালাষ্টিকা মডেল কলেজের ছাত্রী খাদিজা আক্তার ঝিনুক। এর পর সকাল ৯.৩০ মিনিটে মঞ্চে আসেন সময় টিভির রিপোর্টার ও campaign Bangkadesh এর COO মুজাহিদুল ইসলাম শুভ ওনি Career in Electronic Media বিষয়ে গুরুত্বপূর্ন টপিক্স নিয়ে আলোচনা করেন।
তারপর সকাল ১০.০০ টায় How to be a good Leader টপিক্স নিয়ে মঞ্চে আসেন Bangladesh Debate Warriors এর প্রেসিডেন্ট এম এ নাহিয়ান। এরপর কিছু সময় উপস্থীত সদস্যদের বিনোদন দিতে মঞ্চে আসেন নরসিংদী জেলার কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইম একশন এর ফাউন্ডার ও ডিরেক্টর মীর লোকমান। তিনি ২ টি বিষয়ে তার মুখাভিনয় শুরু করেন একটি হচ্ছে সেলফী আক্রমন, আরেকটি হচ্ছে জীবন যেখানে যেমন দেখিয়ে উপস্থীত সদস্যদের মন জয় করেন। প্রোগ্রামের শেষদিকে উপস্থিত হন উক্ত পোগ্রামের সন্মানিত অতিথি দেশসেরা প্রতিষ্ঠান নরসিংদী আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ এর অধ্যক্ষ,বিশিষ্ট কবি,সাহিত্যিক ও গবেষক জনাব ড. মশিউর রহমান মৃধা। তিনি এ সময় পোগ্রামএর আয়োজকদের ধন্যবাদ জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন,সবসময় যে কোন প্রয়োজনে,যে কোন সহযোগীতায় Campaign Bangladesh, নরসিংদী র পাশে থাকার প্রতিশ্রুতি দান করেন।আরো উপস্থিত ছিলেন Campaign Bangladesh এর উপদেষ্টা জনাব ড.মো.মোয়াজ্জম হোসেন ও আহসান সিকদার। বেলা ১.১০ মিনিটে অতিথিদের সম্মাননা ক্রেস্ট, উপস্থিত সকল শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরন ও বেস্ট অ্যাম্বাসেডর অব দ্যা ইয়ার যারা হয়েছে তাদের মাঝে ক্রেস্ট বিতরণ করার মাধ্যমে প্রাণবন্ত এই কর্মশালাটি সমাপ্ত করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মৎস্য আহরণ বন্ধে দ্রুত কমিটি গঠনের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার
- মৎস্য অধিদপ্তরের জন্য ৮২টি নতুন পদ সৃজন
- আলোকবালীতে সেতু বাস্তবায়নে আন্দোলন কমিটি গঠন
- আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন চালুর দাবিতে মানববন্ধন
- রেডি টু কুক মৎস্যপণ্য উৎপাদন গবেষণা আরও জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- নরসিংদীতে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
- নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
- বেলাবতে অনুপস্থিতিসহ দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি
- মাধবদীতে জুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
- এক দফার আন্দোলন শুধু দুই মাসের নয়, ১৬ বছরের আন্দোলন: খায়রুল কবির খোকন
- মৎস্য আহরণ বন্ধে দ্রুত কমিটি গঠনের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার
- মৎস্য অধিদপ্তরের জন্য ৮২টি নতুন পদ সৃজন
- আলোকবালীতে সেতু বাস্তবায়নে আন্দোলন কমিটি গঠন
- আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন চালুর দাবিতে মানববন্ধন
- রেডি টু কুক মৎস্যপণ্য উৎপাদন গবেষণা আরও জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- নরসিংদীতে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
- নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
- বেলাবতে অনুপস্থিতিসহ দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি
- মাধবদীতে জুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
- এক দফার আন্দোলন শুধু দুই মাসের নয়, ১৬ বছরের আন্দোলন: খায়রুল কবির খোকন
এই বিভাগের আরও