অভিযানের এক সপ্তাহের মধ্যেই ফের চালু অবৈধ ৩ ইটভাটা
২৬ ডিসেম্বর ২০২২, ১০:৪৯ এএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৪, ১২:৪৪ পিএম
আসাদুজ্জামান রিপন:
নরসিংদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানের এক সপ্তাহ পার না হতেই ফের শুরু হয়েছে অবৈধ ইটভাটার কার্যক্রম। অভিযান পরিচালনা করা তিনটি ইটভাটায় সরেজমিন গিয়ে এমন চিত্র দেখা গেছে। পাশাপাশি চলছে অন্যান্য সকল অবৈধ ইটভাটার কার্যক্রমও।
স্থানীয়রা জানান, গত ২৮ নভেম্বর সোমবার জেলার শিবপুর ও মনোহরদী উপজেলার তিনটি ইটভাটায় অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তরের এই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার।
এসময় পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে শিবপুরের বড়ইতলার মেসার্স কে বি এম ব্রিকস, মনোহরদীর হরিনারায়ণপুরের এএফটি ব্রিক ফিল্ড ও আরএফএস ব্রিক ফিল্ড নামের তিনটি ইটভাটাকে ৫ লাখ করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় দুই লাখ কাঁচা ইট নষ্ট করা হয় এবং এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।
এই অভিযানের পর দুই সপ্তাহ পার না হতেই ফের কার্যক্রম শুরু করে এই তিনটি অবৈধ ইটভাটা। পাশাপাশি চলছে অবৈধ আরও অন্যান্য ইটভাটাও।
গত বুধবার সরেজমিন দেখা গেছে, মনোহরদীর হরিনারায়ণপুরের এএফটি ব্রিক ফিল্ড ও আরএফএস ব্রিক ফিল্ড নামের দুটি ইটভাটা গড়ে উঠেছে ফসলী জমির ওপর। পাশাপাশি অবস্থিত এই দুটি ইটভাটার দূষণের প্রভাবে আশেপাশের ফসলী জমি চাষের অনুপযোগী হয়ে পড়েছে। জমির উর্বর মাটি কেটে নিয়ে বানানো হচ্ছে ইট। ভাটার পাশেই রয়েছে একটি হাইস্কুল, ফাযিল মাদরাসা ও প্রাইমারী স্কুল। ভোগান্তিতে পোহাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারাও। সরকারী নিয়ম অনুযায়ী অনুমতি না মিললেও অবৈধভাবেই পরিচালিত হয়ে আসছে ইটভাটা দুটি। একইভাবে নিয়মনীতি না মেনে লোকালয়ে অবৈধভাবে পরিচালিত হচ্ছে শিবপুরের বড়ইতলার মেসার্স কে বি এম ব্রিকস ফিল্ডও।
এ বছর মনোহরদী উপজেলায় মোট ২২ টি ইটভাটা চলমান। এরমধ্যে মাত্র ৮টি ইটভাটা বৈধ। ইটভাটা মালিকদের দাবি অভিযানের পর পরিবেশ অধিদপ্তরের মৌখিক অনুমতি নিয়ে পুনরায় ইটভাটার কার্যক্রম শুরু করেছেন তারা।
আরএফএস ব্রিক ফিল্ড এর মালিক রমিজ উদ্দিন বলেন, না বুঝে এক বছর আগে পুরনো এই ইটভাটাটি কিনেছিলাম। পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরে অনুমতির জন্য আবেদন করা হয়েছে। এখনও অনুমোদন পাইনি। লোকসান থেকে বাঁচতে অভিযানের পর ইটভাটাটি চালু করেছি।
এএফটি ব্রিক ফিল্ড এর মালিক এমদাদুল হক লিখন বলেন, পরিত্যক্ত ইটভাটাটি নতুন করে চালু করেছি। অভিযানের কয়েকদিন আগে আবেদন করেছিলাম। অনুমতি না পেলেও ইট প্রস্তুত শুরু করেছিলাম। অভিযানের পর প্রশাসন ম্যানেজ করে আবারও ইটভাটা চালু করেছি এবং সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি নেয়ার চেষ্টায় আছি।
যোগাযোগ করা হলে পরিবেশ অধিদপ্তর, নরসিংদীর উপপরিচালক শেখ মোঃ নাজমুল হুদা বলেন, পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর অভিযানের পর ফের অবৈধ তিনটি ইটভাটার কার্যক্রম চলছে এমন তথ্য আমার জানা নেই। যদি তা সঠিক হয়ে থাকে খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। অন্যান্য অবৈধ ইটভাটাতেও দ্রুত অভিযান পরিচালনা করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদী উপজেলা চেয়ারম্যানের কক্ষে ভাংচুর, ক্ষতিপূরণ আদায় করে মীমাংসা করলেন ইউএনও
- মৎস্য আহরণ বন্ধে দ্রুত কমিটি গঠনের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার
- মৎস্য অধিদপ্তরের জন্য ৮২টি নতুন পদ সৃজন
- আলোকবালীতে সেতু বাস্তবায়নে আন্দোলন কমিটি গঠন
- আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন চালুর দাবিতে মানববন্ধন
- রেডি টু কুক মৎস্যপণ্য উৎপাদন গবেষণা আরও জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- নরসিংদীতে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
- নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
- বেলাবতে অনুপস্থিতিসহ দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি
- মাধবদীতে জুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
- নরসিংদী উপজেলা চেয়ারম্যানের কক্ষে ভাংচুর, ক্ষতিপূরণ আদায় করে মীমাংসা করলেন ইউএনও
- মৎস্য আহরণ বন্ধে দ্রুত কমিটি গঠনের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার
- মৎস্য অধিদপ্তরের জন্য ৮২টি নতুন পদ সৃজন
- আলোকবালীতে সেতু বাস্তবায়নে আন্দোলন কমিটি গঠন
- আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন চালুর দাবিতে মানববন্ধন
- রেডি টু কুক মৎস্যপণ্য উৎপাদন গবেষণা আরও জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- নরসিংদীতে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
- নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
- বেলাবতে অনুপস্থিতিসহ দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি
- মাধবদীতে জুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩