নরসিংদী জেলা আ’লীগের সম্মেলন: কোন্দলের অবসান চান তৃণমূল কর্মীরা
১৮ আগস্ট ২০২২, ০২:২৫ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৩৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
আগামী ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নরসিংদী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে নানামুখী তৎপরতা শুরু করেছেন নেতাকর্মীরা। পদপ্রত্যাশী নেতারা যে যার মত দৌড়ঝাঁপ শুরু করেছেন কেন্দ্রিয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে। জেলার বিভিন্ন উপজেলায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে জেলার শীর্ষ পদে কে বসছেন এ নিয়ে আলোচনা-সমালোচনা। আসন্ন এই সম্মেলনের মাধ্যমে জেলা আওয়ামীলীগের আভ্যন্তরীণ দ্বন্দ্ব ও কোন্দলের অবসান হবে না কী আরও বাড়বে এমন শংকা তৃণমূল কর্মীদের।
জেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন উপজেলার তৃণমূল নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, কেন্দ্রিয় আওয়ামী লীগের নির্দেশনা মতে আগামী ১৭ সেপ্টেম্বর শনিবার মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। দীর্ঘ ৭ বছর পর এই সম্মেলনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে সভাপতি ও সাধারণ সম্পাদকের শীর্ষ দুই পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা এখন তুঙ্গে। এখনও পর্যন্ত কোন প্রার্থী নিজে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতার কথা ঘোষণা না করলেও দলীয় নেতাকর্মীদের মুখে মুখে ছড়িয়ে পড়েছে সম্ভাব্য প্রার্থীদের নাম। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো হচ্ছে প্রচারনা।
এসব সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন সভাপতি পদে নরসিংদী-২ (পলাশ) আসনের সাবেক সাংসদ বিশিষ্ট ব্যবসায়ী কামরুল আশরাফ খান পোটন, সদর আসনের বর্তমান সাংসদ ও সাবেক সভাপতি নজরুল ইসলাম হিরু, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সাংসদ জহিরুল হক মোহন, জেলা আওয়ামী লীগের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব।
সাধারণ সম্পাদক পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, কেন্দ্রিয় যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাবেক পৌর মেয়র ও বর্তমান শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া, বাংলাদেশ কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোন্তাজ উদ্দীন ভূঁইয়া, নরসিংদী শহর যুবলীগের সাবেক সভাপতি আশরাফ হোসেন সরকার।
তৃণমূল নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের দুই ভাগে বিভক্তির প্রভাব পড়েছে উপজেলা কমিটিসহ তৃণমূল পর্যায়েও। মূলত জেলার পদবঞ্চিত কিছু নেতা একটি প্লাটফর্মে ও পদবহাল নেতারা তাদের নিজ বলয়ে দলীয় রাজনীতি ও কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তাদের এই বিভক্তির রাজনীতি প্রভাব ফেলেছে ছাত্রলীগ, যুবলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনেও। তৃণমূলের যেসব নেতাকর্মীরা কোন্দলের রাজনীতি পছন্দ করেন না তারাও বাধ্য হয়ে জেলার কোন্দলের রাজনীতির কারণে বিভক্ত হয়ে পড়েছেন। শীর্ষ নেতারা তাদের পছন্দ মত নেতাকর্মী দিয়ে কমিটি গঠন করায় অনেকে অবমূল্যায়িত হয়েছেন। দীর্ঘদিন ধরে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়নের ফলে অনেকে রাজনীতি বিমুখ হয়ে নীরব হয়ে পড়েছেন। দলের প্রায় প্রতিটা কর্মী কারও না কারও অনুসারী হয়ে রাজনীতিতে সম্পৃক্ত রয়েছেন। এতে দলীয় কোন্দল, দ্বন্দ্ব অনেকটা প্রকাশ্য রূপ ধারণ করায় রাজনৈতিক অঙ্গনে ক্ষতিগ্রস্ত হচ্ছে দলটি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতাকর্মী জানান, আওয়ামী লীগকে সুসংগঠিত করতে পারবেন এবং যেসব নেতারা কোন গ্রুপিং এর রাজনীতিতে জড়িত নয় তাদের দিয়ে জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করে জেলাজুড়ে দলীয় কোন্দলের অবসান ঘটাতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ না করলে দলের ভাবমূর্তি আরও খারাপের দিকে যাবে। বর্তমানে দুই গ্রুপের কোন্দলের রাজনীতির কারণে প্রকৃত ত্যাগী নেতা কর্মীরা কোণঠাসা হয়ে আছেন। এই অবস্থার পরিবর্তন দরকার।
জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব বলেন, কেন্দ্রিয় নির্দেশনামতে সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্মেলন আয়োজনের প্রস্তুতি নেয়া হচ্ছে। সকল নেতাকর্মীদেরই প্রত্যাশা এই সম্মেলনের মাধ্যমে দলের আভ্যন্তরীণ সকল ভুল বুঝাবুঝির অবসান হবে। সম্মেলনে যে কেউ জেলা আওয়ামী লীগের শীর্ষ পদে নির্বাচিত হউক তাদের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে আওয়ামীলীগকে আরও সুসংগঠিত করবো সেই প্রত্যাশা করি।
এক যুগ পর ২০১৫ সালের ১৪ জানুয়ারি নরসিংদী জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নজরুল ইসলাম হিরু সভাপতি ও আব্দুল মতিন ভূঁইয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে সভাপতি-সাধারণ সম্পাদকের দ্বন্দ্বে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে জেলা আওয়ামী লীগ। পৃথকভাবে পালন করা হয় বিভিন্ন কর্মসূচী। এই দ্বন্দ্বের জেরে ২০২০ সালের নভেম্বরে সভাপতি নজরুল ইসলাম হিরু ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়াকে অব্যাহতি দেয় কেন্দ্রিয় আওয়ামীলীগ। সেসময় সহসভাপতি জিএম তালেবকে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- রেডি টু কুক মৎস্যপণ্য উৎপাদন গবেষণা আরও জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- নরসিংদীতে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
- নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
- বেলাবতে অনুপস্থিতিসহ দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি
- মাধবদীতে জুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
- এক দফার আন্দোলন শুধু দুই মাসের নয়, ১৬ বছরের আন্দোলন: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি
- স্ত্রীর সঙ্গে কলহের জেরে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে স্বামীর আত্মহত্যা
- যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময়
- আওয়ামী লীগ ভেবেছিল তারা চিরকাল ক্ষমতায় থাকবে: খায়রুল কবির খোকন
- রেডি টু কুক মৎস্যপণ্য উৎপাদন গবেষণা আরও জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- নরসিংদীতে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
- নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
- বেলাবতে অনুপস্থিতিসহ দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি
- মাধবদীতে জুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
- এক দফার আন্দোলন শুধু দুই মাসের নয়, ১৬ বছরের আন্দোলন: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি
- স্ত্রীর সঙ্গে কলহের জেরে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে স্বামীর আত্মহত্যা
- যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময়
- আওয়ামী লীগ ভেবেছিল তারা চিরকাল ক্ষমতায় থাকবে: খায়রুল কবির খোকন