নরসিংদীতে ২৩ জনের করোনা শনাক্ত

০৫ জুলাই ২০২২, ০১:৩৫ পিএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫, ০৯:২৯ পিএম


নরসিংদীতে ২৩ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে গত ২৪ ঘন্টায় ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা দাড়াল ১৩ হাজার ৪৫৫ জনে। মঙ্গলবার সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় মোট ৮২টি নমুনা পরীক্ষা করা হয়। র‌্যাপিড এন্টিজেনের এই ২৩ জনের করোনা শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ০৪ শতাংশ। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে ১৯ জন সদর উপজেলায় ও শিবপুরে ৪ জন।

নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৭৩ হাজার ২৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে মোট করোনা রোগীর সংখ্যা ১৭৭ জন। এরমধ্যে ১২ জন হাসপাতালে ভর্তি ও বাকীরা হোম আইসোলেশনে।

জেলায় এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৭ হাজার ৪০১ জন, রায়পুরাতে ৬৫৪ জন, বেলাবোতে ৮৮৩ জন, মনোহরদী ৯৪৫ জন, শিবপুরে ১ হাজার ৭৩৭ জন, পলাশে ১ হাজার ৮৩৫ জন।

জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৯৩ জন। এর মধ্যে সদরে ৪২ জন, রায়পুরায় ৯ জন, বেলাবতে ৯ জন, মনোহরদী ১১ জন, শিবপুরে ৯ জন, পলাশে ১৩ জন রয়েছেন।



এই বিভাগের আরও