নরসিংদীতে ৩ দিনব্যাপী তারুণ্য উৎসব শুরু

১৩ জানুয়ারি ২০২৫, ০৪:৩৯ পিএম | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ০৯:১৬ পিএম


নরসিংদীতে ৩ দিনব্যাপী তারুণ্য উৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক:

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" স্লোগান নিয়ে নরসিংদীতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী তারুণ্যের উৎসব। সোমবার বেলা ১১ টার দিকে নরসিংদী সরকারি কলেজ মাঠে উৎসবের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূইয়া।

উৎসবের ১২টি স্টলে স্থান পেয়েছে জেলার শিল্প, প্রত্নতত্ত্ব, কৃষি, গ্রাফিতি ও সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়বস্তু। ঐতিহ্যবাহী নকশি পিঠা থেকে শুরু করে মেলায় রাখা হয়েছে নানাবিধ কারুপণ্য। এই উৎসব ও মেলা জেলার প্রত্নস্থান ও পণ্যগুলোকে ঘিরে উদ্যোক্তা তৈরির পথ সহজ করবে বলে মনে করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

মেলা চলবে আগামী ১৫ জানুয়ারি বুধবার বিকেল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সকল শ্রেণিপেশার মানুষের জন্য মেলা উন্মুক্ত থাকবে। মেলা ও উৎসবে সরকারি কলেজের ১৯ টি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।



এই বিভাগের আরও