মাজারে ইসলাম বিরোধী কর্মকান্ড বন্ধের দাবিতে বিক্ষোভ
১৬ ডিসেম্বর ২০২৪, ১০:১২ পিএম | আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০৮:৪৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী শহরতলীর টাওয়াদীতে সখিনার মা’র মাজারে ওরস কেন্দ্রিক সকল অসামাজিক ও ইসলাম বিরোধী কর্মকান্ড বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে স্থানীয় ওলামায়ে কেরাম, চিনিশপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বিএনপির নেতা কর্মী, ছাত্র জনতা ও টাওয়াদী এলাকাবাসীর আয়োজনে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
টাওয়াদী ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ শুরু হয়ে চিনিশপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এলাকার সড়ক প্রদক্ষিণ করে টাওয়াদী ভূইয়া বাড়ির জামে মসজিদ এলাকায় গিয়ে শেষ হয়।
এসময় বিক্ষোভকারীরা "গাজাখোরদের আস্তানা- গুড়িয়ে দাও ভেঙ্গে দাও, এ্যাকশন টু এ্যাকশন-ডাইরেক্ট এ্যাকশন, মুসলমানের এ্যাকশন-ডাইরেক্ট এ্যাকশন ও শিরিকিদের আস্তানা- ভেঙ্গে দাও গুড়িয়ে দাও"সহ নানা স্লোগান দিতে থাকেন।
এর আগে প্রতিবাদ সমাবেশে বক্তারা মাজারের সকল শিরিক কার্যক্রম গুটিয়ে নিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়। কোন রকম বিশৃঙ্খলা পরিস্থিতি হলে সকল দায়ভার মাজার সংশ্লিষ্টদের নিতে হবে বলে হুশিয়ারি দেন। এ বিষয়ে এর আগে গত ১১ ডিসেম্বর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে এলাকাবাসী লিখিত অভিযোগ দিলেও কোন পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ওরসকে কেন্দ্র করে প্রতিবছর ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর এখানে মাদক ব্যবসা, নেশার আড্ডা, অসামাজিক কর্মকান্ড, নারী নৃত্য, সন্ধ্যা থেকে নিয়ে ভোর রাত পর্যন্ত উচ্চ স্বরে মাইক লাগিয়ে বাদ্যযন্ত্র দিয়ে গান বাজনা চালানো হয়। সেইসাথে তাদের বাবার নামে মহিষ জবাই করে সেই রক্ত পান করে থাকে।
সেই সাথে সারা বছর প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এসব কর্মকান্ড হওয়ায় এলাকার যুব সমাজ বিপথে চলে যাচ্ছে। এ বিষয়ে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহবান জানান বিক্ষোভে অংশগ্রহণকারীরা।
সভায় বক্তব্য রাখেন, টাওয়াদি ভূইয়া বাড়ির জামে মসজিদের সভাপতি আবু বক্কর সিদ্দিক, ইমাম মুফতি আজিজুল হক, অধ্যাপক তৌহিদুল ইসলাম ভূইয়া, নরসিংদী মডেল কলেজের সহকারী অধ্যাপক মোস্তফা আল আমিন, টাওয়াদি ভূইয়া বাড়ির জামে মসজিদের ক্যাশিয়ার আফতাব উদ্দিন ভূইয়া মামুন, চিনিশপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খলিল ভূইয়া, নরসিংদী সদর উপজেলা দলিল লেখক সমিতির সদস্য সচিব আব্দুল জলিল, দাসপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি জুনাঈদ আল হাবিবসহ ওলামায়ে কেরাম ও এলাকাবাসী।
বিভাগ : নরসিংদীর খবর
- বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ ও ইকোসিস্টেম জরিপ শুরু করছে নরওয়ের গবেষণা জাহাজ
- ওয়ারি-বটেশ্বরে ৬ বছরেও শেষ হয়নি ”গঙ্গাঋদ্ধি” জাদুঘরের নির্মাণ কাজ
- আলোকবালী ইউনিয়নে সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান
- পুরস্কার জিতবেন যেভাবে
- হাসপাতাল থেকে নবজাতক চুরির ১২ ঘন্টা পর উদ্ধার
- ‘আপ বাংলাদেশ’ জেলা আহ্বায়ক কমিটি গঠন
- নরসিংদীর ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে নবজাতক চুরি
- শিবপুরে ১০২ পিছ ইয়াবাসহ ফল ব্যবসায়ী আটক
- জুলাই যোদ্ধার তালিকায় নাম না থাকার অভিযোগ গুলিবিদ্ধ যুবকের
- ছাত্রদলের কমিটির মাধ্যমে ছাত্রলীগকে পুনর্বাসন করা হচ্ছে: নরসিংদীতে শিবির সেক্রেটারি
- বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ ও ইকোসিস্টেম জরিপ শুরু করছে নরওয়ের গবেষণা জাহাজ
- ওয়ারি-বটেশ্বরে ৬ বছরেও শেষ হয়নি ”গঙ্গাঋদ্ধি” জাদুঘরের নির্মাণ কাজ
- আলোকবালী ইউনিয়নে সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান
- পুরস্কার জিতবেন যেভাবে
- হাসপাতাল থেকে নবজাতক চুরির ১২ ঘন্টা পর উদ্ধার
- ‘আপ বাংলাদেশ’ জেলা আহ্বায়ক কমিটি গঠন
- নরসিংদীর ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে নবজাতক চুরি
- শিবপুরে ১০২ পিছ ইয়াবাসহ ফল ব্যবসায়ী আটক
- জুলাই যোদ্ধার তালিকায় নাম না থাকার অভিযোগ গুলিবিদ্ধ যুবকের
- ছাত্রদলের কমিটির মাধ্যমে ছাত্রলীগকে পুনর্বাসন করা হচ্ছে: নরসিংদীতে শিবির সেক্রেটারি