মাধবদীতে কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

২৪ এপ্রিল ২০২০, ০৪:২৫ পিএম | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৮:১০ পিএম


মাধবদীতে কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর মাধবদীতে করোনাভাইরাসের কারণে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে হাজী বশির টেক্সটাইল মিল। মিলের সত্ত্বাধিকারী হাজী বশির আহমেদ শুক্রবার (২৪ এপ্রিল) আলগী কান্দাপাড়ায় পাঁচশত পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এসময় প্রতি পরিবারে ৫ কেজি চাল, ১কেজি আলু, লম্বা বেগুন, টমেটো, মিষ্টি কুমরাসহ আদা কেজি করে মুড়ি বুট বিতরণ করা হয়। এর আগেও হাজী বশির টেক্সটাইলের পক্ষ থেকে ২শত কর্মহীন পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ কার্যক্রমে অংশ নেন, হাজী বশির টেক্সটাইল এর পরিচালক জাহিদ আহমেদ, মাধবদী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক, মাধবদী থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার শাহিন, মোহনা টেলিভিশন এর মাধবদী প্রতিনিধি রেজাউল করিম, নরসিংদী প্রতিদিন এর নিজস্ব প্রতিবেদক নাহিদ প্রধান, নরসিংদী সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রিপন মিয়া, স্থানীয় ব্যবসায়ি জাহাঙ্গীর হোসেন, নবী হোসেন, আলমগীর হোসেন প্রমূখ।



এই বিভাগের আরও