মাধবদীতে ডোবা থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

২৬ অক্টোবর ২০২০, ০৩:০৮ পিএম | আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ০৬:৫২ পিএম


মাধবদীতে ডোবা থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টােবর) দুপুর দেড়টার দিকে মাধবদী থানাধীন সাবেক মদনগঞ্জ-নরসিংদী সড়কের মহিষাশুড়া ইউনিয়নের আটপাইকা ঈদগাহ বাজার সংলগ্ন ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


মাধবদী থানার পুলিশ পরিদশর্ক (তদন্ত) তানভির আহমেদ জানান, ডোবায় কচুরিপানার ভেতরে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ওই মরদেহটি উদ্ধার করলেও তার পরিচয় জানা যায়নি। তার বয়সও অনুমান করা যাচ্ছে না। ধারনা করা হচ্ছে ৭/৮ দিন পূর্বে মরদেহটি গুম করার জন্য এ ডোবায় ফেলে দেয়া হয়েছে। মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও