বেলাবতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক শ’ গজের মধ্যে কিন্ডারগার্টেন স্কুল
০৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫২ পিএম | আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৭:২২ এএম

বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে নিয়মনীতির তোয়াক্কা না করে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক শ’ গজ দূরেই প্রতিষ্ঠা করা হয়েছে একটি কিন্ডারগার্টেন স্কুল। এতে উপজেলার জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংকটে পড়ায় অনিয়মতান্ত্রিকভাবে গড়ে তোলা কিন্ডারগার্টেন স্কুলটি বন্ধ করার দাবি জানিয়ে প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ দেয়া হয়েছে। বিদ্যালয়টির জমিদাতা মোঃ নুরুল ইসলাম এ অভিযোগ দিয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের বা কাছাকাছি যাতে নতুন কোন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা না হয় সেদিকে নজরদারির জন্য উপজেলা ও জেলা শিক্ষা অফিসারগণদের কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কীত স্থায়ী কমিটির গত ২৪ জুলাই ২০১৯ এ অনুষ্ঠিত বৈঠকে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খান মো: নুরুল আমিন সাক্ষরিত এ নির্দেশনার পরও বেলাব উপজেলার জালালাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার মধ্যে এবং উক্ত বিদ্যালয়ের ৪/৫শ গজ দূরে আলী আকবর আইডিয়েল কিন্ডারগার্টেন স্কুল প্রতিষ্ঠা করেন উক্ত গ্রামের আবু তালেবের ছেলে আলী আকবর। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে আশংকাজনকহারে শিক্ষার্থী সংকট দেখা দেয় এবং এলাকার দরিদ্র শিক্ষার্থীরা টাকা ব্যয় করে কিন্ডারগার্টেন স্কুলমুখী হয়ে পড়ছে।
অভিযোগকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা মোঃ নুরুল ইসলাম বলেন, নিয়ম না মেনে কিন্ডারগার্টেন স্কুল প্রতিষ্ঠা করায় তা বন্ধ করার দাবি জানিয়ে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
জালালাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা সুলতানা বলেন, আমার বিদ্যালয় থেকে কয়েক’শ গজ দুরে গোবিন্দপুর গ্রামে কিন্ডারগার্টেনটি প্রতিষ্ঠা করা হয়েছে। অথচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আশেপাশে কোন স্কুল স্থাপন করা সরকারী নিয়ম বহির্ভূত। এতে বিদ্যালয়ে শিক্ষার্থী সংকট দেখা দিয়েছে।
আলী আকবর আইডিয়েল কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা আলী আকবর বলেন, সরকারী প্রাথমিক বিদ্যালয়টি জালালাবাদ গ্রামে আর কিন্ডারগার্টেনটি গোবিন্দপুর গ্রামে অবস্থিত। মানসম্মত লেখাপড়ার গুরুত্ব অনুধাবন করে আমি কিন্ডারগার্টেনটি প্রতিষ্ঠা করেছি। একটি কুচক্রি মহল চাচ্ছে কিন্ডার গার্টেনটি যাতে বন্ধ হয়ে য্য়া।
আলী আকবর আইডিয়েল কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোঃ আকাশ বলেন, আমরা শুধু কেজি ওয়ানের শিক্ষার্থী ভর্তি করাচ্ছি। প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন ঝড়ে পড়া শিক্ষার্থীকে আমাদের কিন্ডার গার্টেনে ভর্তি করেছি। আমাদের কারণে জালালাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে এটা ভুল ধারনা।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বেলাব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ বলেন, উক্ত কিন্ডারগার্টেনে আমরা কোন সরকারি বই দিচ্ছি না। কিন্ডারগার্টেনে আমাদের নজরদারি আছে। নিয়ম বহির্ভূত হলে কিন্ডারগার্টেনটি বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- নাছিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস এ এবারও শতভাগ জিপিএসহ শতভাগ পাস
- আলোকবালীর বিএনপি নেতা কাইয়ুম সরকার বহিষ্কার
- জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে ফল উৎসব
- পলাশে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার
- মাধবদী বাজারে আগুনে পুড়ল ৪০ দোকান
- জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা
- আমিরগঞ্জ ইউপি কার্যালয়ে যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
- নরসিংদীতে জুলাই-আগস্টের শহীদ ও আহতদের স্মরণে দোয়া অনুষ্ঠান
- হাসনাবাদ বাজারে নকল কীটনাশক জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
- জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুই কর্মচারী গ্রেপ্তার, ৫২ লাখ টাকা উদ্ধার
- নাছিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস এ এবারও শতভাগ জিপিএসহ শতভাগ পাস
- আলোকবালীর বিএনপি নেতা কাইয়ুম সরকার বহিষ্কার
- জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে ফল উৎসব
- পলাশে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার
- মাধবদী বাজারে আগুনে পুড়ল ৪০ দোকান
- জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা
- আমিরগঞ্জ ইউপি কার্যালয়ে যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
- নরসিংদীতে জুলাই-আগস্টের শহীদ ও আহতদের স্মরণে দোয়া অনুষ্ঠান
- হাসনাবাদ বাজারে নকল কীটনাশক জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
- জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুই কর্মচারী গ্রেপ্তার, ৫২ লাখ টাকা উদ্ধার