বেলাবতে এ.এন. এম উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত

২৬ ডিসেম্বর ২০১৯, ০৩:৩৩ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০৬:১৭ এএম


বেলাবতে এ.এন. এম উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারের চর এ.এন এম উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। ‘এসো স্মৃতির প্রাঙ্গণে, মিলি প্রীতির বন্ধনে’ স্লোগানে বুধবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী এ অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র, ছাত্রীদের অংশগ্রহণ যেন মিলন মেলায় পরিণত হয়।

সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও শিল্পমন্ত্রী এভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

সকাল থেকেই বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে যোগ দেন অনুষ্ঠানস্থল চিরচেনা সেই বিদ্যালয় প্রাঙ্গনে। প্রতিটি ব্যাচের শিক্ষার্থীদের সাথে পরিবারের সদস্য ও সন্তানসহ অন্যান্য অতিথিরা যোগ দেয়ায় বাড়তি আনন্দ উপভোগ করেন সকলে। অনুষ্ঠানে হাজির হয়েই একে অপরের কুশল বিনিময় করা, ছবি তোলাসহ স্মৃতিচারণে ব্যস্ত হয়ে পড়েন প্রাক্তনরা। পেশাগত কারণে দেশ বিদেশের বিভিন্ন স্থানে চাকুরি, ব্যবসা ও অন্যান্য পেশায় কর্মরত এ এন এম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। এতে যুগের বেশি সময় ধরেও যোগাযোগ নেই কেউ কারও সাথে। তথ্যপ্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারও কারও যোগাযোগ থাকলেও দূর দূরান্তের অনেকের সাথে নেই দীর্ঘ দেখা সাক্ষাৎ।

দীর্ঘ ৫০ বছর পর প্রাণের বিদ্যাপিঠ প্রাঙ্গনে একসঙ্গে মিলিত হতে পেরে যেন শৈশবকেই ফিরে পেলেন অনেকে। সেই সময়কার অনেক শিক্ষকই এখন আর নেই বিদ্যালয়ে। সেইসব জ্ঞানদানকারী প্রিয় শিক্ষকদের নিয়ে নানা স্মৃতি টেনে ধরে অনেকের চোখের কোণে নেমে আসে অশ্রু। শৈশবের শিক্ষা, খেলাধূলা আর দূরন্তপনার অধ্যায়জুড়ে ওঠে আসা স্মৃতি রোমন্থন করতে করতে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা গেছে অনেককে।



এই বিভাগের আরও