বেলাবতে মাদকাসক্ত ৫ যুবককে নিরাময় কেন্দ্রে পাঠালো পুলিশ

২৯ আগস্ট ২০১৯, ০৬:৩৪ পিএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ০৩:৩৫ এএম


বেলাবতে মাদকাসক্ত ৫ যুবককে নিরাময় কেন্দ্রে পাঠালো পুলিশ

বেলাব প্রতিনিধি ॥
নরসিংদীর বেলাবতে থানা পুলিশের আহবানে সংশোধনের জন্য মাদকাসক্ত ৫ সন্তানকে পুলিশে সোপর্দ করলেন স্ব স্ব অভিভাবকগণ। মাদকাসক্তরা বেলাব উপজেলার চরউজিলাব ইউনিয়নের চরউজিলাব ও চরআমলাব গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে মাদকাসক্ত ওই ৫ সন্তানকে চিকিৎসার জন্য মাদক নিরাময় কেন্দ্রে পাঠিয়েছে পুলিশ।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, চর উজিলাব ও চরআমলাব গ্রামের মাদকাসক্ত বেশকিছু সংখ্যক কিশোর ও যুবকদের মধ্যে সম্প্রতি ঝগড়া হয়। এ ঘটনায় বুধবার (২৮ আগস্ট) বেলাব থানা পুলিশ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে ঝগড়ার মিমাংসা করে দেয়। এসময় বেলাব থানা পুলিশের পক্ষ থেকে অভিভাবকদেরকে তাদের মাদকাসক্ত সন্তানদের মাদকের অন্ধকার জগত থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আহবান জানানো হয়।

পুলিশের আহবান অনুযায়ী বৃহস্পতিবার বিকালে চর উজিলাব ও চর আমলাব গ্রামের মাদকাসক্ত ৫ যুবককে বেলাব থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন অভিভাবকরা। পরে থানা পুলিশ চিকিৎসার জন্য মাদকাসক্ত ওই ৫ সন্তানকে নরসিংদীর একটি মাদক নিরাময় কেন্দ্রে প্রেরণ করে।

মাদকাসক্ত এক যুবকের পিতা জানান, আমার ছেলে যে মাদকাসক্ত তা আমি জানতাম না। পরে যখন জানতে পারি তখন সে যাতে মাদকের কবল থেকে ফিরে আসে এজন্য পুলিশের সাথে আলোচনা করে তাদের মাধ্যমে মাদক নিরাময় কেন্দ্রে পাঠিয়েছি।

চর উজিলাব ইউনিয়নের পুলিশিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ তোতা মিয়া বলেন, মাদকাসক্ত কিছু ছেলেদের মধ্যে সম্প্রতি ঝগড়া ছিল। এ ঘটনায় বেলাব থানা পুলিশ অভিভাবকদের তাদের মাদকাসক্ত সন্তানদের নিয়ে থানায় হাজির হতে বললে তারা থানায় হাজির হয়। পরে পুলিশের মাধ্যমেই মাদকাসক্তদের সংশোধনের জন্য মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছে।

চরউজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসর আক্তারুজ্জামান বলেন, অভিভাবকরা বুঝতে পেরেছেন তাদের মাদকাসক্ত সন্তানদের আলোর পথে নিয়ে আসার চেষ্টা তাদেরই করতে হবে। এ কারণেই পুলিশের কাছ থেকে সাড়া পেয়ে এসব সন্তানদের তারা মাদক নিরাময় কেন্দ্রে পাঠিয়েছেন।
মাদকাসক্ত সকল সন্তানদের অভিভাবকরা যদি এভাবে পুলিশের সাথে সমঝোতা করে সন্তানদের ভাল পথে নিতে উদ্যোগ নেয় তাহলে হয়তো মাদকাসক্তি কমতে পারে। আমি বেলাব থানা পুলিশ ও অভিভাবকদের সাধুবাদ জানায় এরকম একটা ভালো কাজ করার জন্য।
যোগাযোগ করা হলে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফখরুদ্দীন ভূইয়া বলেন, অভিভাবকরা তাদের মাদকে আসক্ত সন্তানদের ভালো পথে আনার জন্য আমাদের সহযোগিতা চেয়েছেন। আমরা তাদের সাথে কথা বলে সংশোধনের জন্য তাদের মাদক নিরাময় কেন্দ্রে পাঠিয়েছি। অভিভাবকরা সচেতন হলে সন্তানরা সহজে মাদকে আসক্ত হতে পারবে না।



এই বিভাগের আরও