বেলাবতে ধান আনতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

১৭ মে ২০২৫, ০৯:৫২ পিএম | আপডেট: ১৭ মে ২০২৫, ১১:৩২ পিএম


বেলাবতে ধান আনতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর বেলাবতে নদীর তীর থেকে ধান আনতে গিয়ে বজ্রপাতে প্রদীপ (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। শনিবার (১৭মে) দুপুরে উপজেলার চর উজিলাব ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের তীরে এ ঘটনা ঘটে ‌।


নিহত মো: প্রদীপ উপজেলার চর উজিলাব ইউনিয়নের চর আমলাব পশ্চিম পাড়া গ্রামের মোঃ মুক্তার হোসেনের ছেলে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনদের বরাতে ওসি জানান, শনিবার দুপুরে বাড়ির পাশে আড়িয়াল খাঁ নদের পাশ থেকে ধান আনতে গিয়েছিলেন প্রদিপ মিয়া। এসময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।



এই বিভাগের আরও