বেলাব উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৯ এএম | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ০৮:০৭ এএম


বেলাব উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাব উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে বেলাব সদরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শিবপুর মডেল থানার একটি বিস্ফোরক ও হত্যা মামলায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মোঃ নজরুল ইসলাম বেলাব উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

মঙ্গলবার সকালে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, শিবপুর মডেল থানার একটি বিস্ফোরক ও হত্যা মামলায় বেলাব থানা পুলিশের সহযোগিতায় নজরুল ইসলামকে গ্রেপ্তার করে শিবপুর থানা পুলিশ।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসাইন বলেন, গত জুলাইয়ে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলায় শিক্ষার্থীসহ ৪ জন নিহতের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।



এই বিভাগের আরও