বেলাবতে আশ্রয়ন প্রকল্পের হালানাগাদ বিষয় টাস্কফোর্স কমিটির সভা

২৯ মে ২০২২, ০৩:৫০ পিএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ০৯:৪৬ এএম


বেলাবতে আশ্রয়ন প্রকল্পের হালানাগাদ বিষয় টাস্কফোর্স কমিটির সভা

বেলাব প্রতিনিধি:

আশ্রয়ন -২ প্রকল্পের আওতায় ‘ক’ শ্রেণির পরিবারের তালিকা হালনাগাদ বিষয়ক উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা কনফারেন্স রুমে এই সভা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৮ ইউনিয়নের তহসিলদার ও ইউপি চেয়ারম্যানগণ তাদের স্ব স্ব ইউনিয়নের ক শ্রেণির বাছাইকৃত প্রকৃত ভূমিহীন ও গৃহহীনের সংখ্যা উপস্থাপন করেন।

টাস্কফোর্স কমিটির সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মরিরুজ্জামান জাহাঙ্গীর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনুর আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা নাজিম উর রউফ খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত)  মনিরুজ্জামান খান, উপজেলা প্রকৌশলী মোঃ শামসুল হক ভূইয়া, বেলাব সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী সাফি, নারায়ণপুর ইউনিয়ন চেয়ারম্যান কাউসার কাজল, পাটুলী ইউনিয়ন চেযারম্যান ইফরানুল হক ভূইয়া জামান, সররাবাদ ইউনিয়ন চেযারম্যান জাকির হোসেন স্বপন, চরউজিলাব ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন আঙ্গুর, বেলাব পাইলট মর্ডান সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর কুমার, বেলাব ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এনামুল হক, প্রেসক্লাব সভাপতি শেখ আব্দুল জলিল, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক, সাংবাদিক বাদল মিয়া প্রমুখ।



এই বিভাগের আরও