যে লক্ষণগুলো দেখে আপনি বুঝবেন গ্যাস্ট্রিক আছে

১৮ জুন ২০১৯, ১২:৫১ পিএম | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ০১:২৯ এএম


যে লক্ষণগুলো দেখে আপনি বুঝবেন গ্যাস্ট্রিক আছে
প্রতীকী ছবি

হেলথ ডেস্ক:

দীর্ঘদিনের প্রদাহ থেকেই পেটে গ্যাস্ট্রিকের মতো সমস্যার শুরু হয়। দীর্ঘদিন ধরে তার কোনো চিকিৎসা শুরু না করা হয় তাহলে ক্যান্সারের সম্ভাবনা থাকে। গ্যাস্ট্রিক হলে প্রথমেই যে সব লক্ষণ ধরা পড়ে এমনটা কিন্তু নয়। হেলিকো ব্যাকটর ফাইলোরি নামক এক ব্যাকটেরিয়ার প্রভাবেই গ্যাস্ট্রিকের মতো সমস্যার শুরু হয়ে থাকে। তবুও প্রাথমিক যে লক্ষণগুলো দেখে আপনি বুঝবেন গ্যাস্ট্রিক আছে তা জেনে নিন।

বমি:

বেশিক্ষণ পেট খালি থাকলেই যকৃৎ থেকে যে বিনি নির্গত হয় তা গলব্লাডারে জমা হয়। জমা এই তরল হজমে বাধা দেয়। ফলে বারবার বমি, পিত্তবমির মতো লক্ষণ দেখা যায়। এছাড়াও খাবারের সংক্রমণ থেকে প্রায়ই পেটে ইনফেকশনের মতো সমস্যার সৃষ্টি হয়। অ্যাসিড বেশিমাত্রায় ক্ষরণ হয় বলে গলা জ্বালা, পেট ব্যথার মতো সমস্যা দেখা যায়।

ভিটামিন বি১২ এর অভাব:

অনেক সময়ই আমরা ভিটামিন বি ১২ এর অভাব বুঝতে পারি না। এছাড়াও ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, গ্যাস, ডিপ্রেশন, শ্বাসের সমস্যা দেখা যায়। যারা গ্যাসট্রিকের সমস্যায় ভুগছেন তারা যদি ডিম, লো ফ্যাট মিল্ক, লো ফ্যাট মিল্কের দই, চিকেন ব্রেস্ট খেতে পারেন তাহলে উপকার পাবেন।

ডায়েরিয়া ও পেটে ব্যথা:

প্রায়ই কি ডায়রিয়া হয়? আপনি ভাবেন খাবার সমস্যা বা পানির থেকে কোনো কারণে তা হচ্ছে। কিন্তু ঘনঘন যদি এই সমস্যা দেখা যায় তাহলে বুঝতে হবে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা আছে। এই সঙ্গে হঠাৎ করে পেট ব্যথা, বমি, ফুড পয়োজন মানেই গ্যাস্ট্রিকের সমস্যা আছে।

পেটে প্রায়ই ব্যথা:

প্রায়ই পেটে ব্যথা হলে তা অবহেলা করবেন না। অনেক কিছুরই লক্ষণ হতে পারে এটি। আর পেটে ব্যথা তো গ্যাস্ট্রিকের অন্যতম লক্ষণ।

খিদে পেলে খুব দ্রুত পেট ভরে যায়:

দীর্ঘ সময় ধরেই খিদে পেয়েছে বুঝতে পারছেন কিন্তু একটু খেলেই মনে হয় আর খেতে পারছেন না। অনেকে বুঝতে না পারলেও এটি কিন্তু গ্যাস্ট্রিকের লক্ষণ।

অভ্যন্তরীন ব্লিডিং:

যদি বুঝতে পারেন ভেতরে রক্তক্ষরণ হচ্ছে তাহলে প্রথমেই সতর্ক হন। রক্ত বমি, রক্ত আমাশা হলো এর লক্ষণ।

ভুঁড়ি বেড়ে যাওয়া:

বেশি ফ্যাট জাতীয় খাবার খাওয়া, ওজন বেড়ে যাওয়া, বেশি পরিমাণ লবণ খাওয়া প্রভৃতি কারণে পেটে মেদ জমে থাকে। এর ফলে শুধুই গ্যাস্ট্রিকের সমস্যা নয়, প্রায়ই গ্যাস ও মেয়েদের মাসিক সংক্রান্ত সমস্যা হয়।


বিভাগ : জীবনযাপন


এই বিভাগের আরও