করোনাভাইরাস মোকাবিলায় আইভারমেকটিনের কার্যকারিতা রয়েছে
০৭ ডিসেম্বর ২০২০, ০৫:৪৫ পিএম | আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০৯:৫৭ পিএম

টাইমস ডেস্ক:
করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় আইভারমেকটিনের কার্যকারিতা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর হোটেল রেনেসাঁয় আইসিডিডিআর'বি আয়োজিত এক সেমিনারে গবেষকেরা এমন তথ্য তুলে ধরেন।
গবেষণায় হাসপাতালে ভর্তি নিশ্চিতভাবে মৃদু কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের চিকিৎসায় আইভারমেকটিন অথবা আইভারমেকটিনের সঙ্গে অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিন ব্যবহারের নিরাপত্তা ও কার্যকারিতার ফলাফল তুলে ধরা হয়।
গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৪ দিনের মাথায় ৫ দিন ধরে শুধুমাত্র আইভারমেকটিন ব্যবহার করা রোগীদের ৭৭ শতাংশ রোগীর সার্স-কোভ-২ এর ক্লিয়ারেন্স হয়েছে। অর্থাৎ আরটি-পিসিআর টেস্টে কোভিড-১৯ মুক্ত বলে প্রমাণ পাওয়া গেছে। অন্যদিকে আইভারমেকটিন ও ডক্সিসাইক্লিন ব্যবহার করা রোগীদের ৬১ শতাংশ এবং পস্নাসিবো ব্যবহার করা ৩৯ শতাংশ রোগীর ভাইরাস ক্লিয়ারেন্স পাওয়া যায়। আইসিডিডিআর'বির গবেষণাটি জুন মাসের ১৭ তারিখে শুরু হয়ে শেষ হয় সেপ্টেম্বরের আট তারিখে। এই গবেষণার ফলের ওপর একটি আর্টিকেল ডিসেম্বরের দুই তারিখে ইন্টারন্যাশনাল জার্নাল অব ইনফেকশন ডিজিজেস (আইজেআইডি) প্রকাশিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন, এমপি। গবেষণার ফল উপস্থাপন করেন আইসিডিডিআর’বির এন্টারিক অ্যান্ড রেসপিরেটরি ডিজিজিসের সিনিয়র ফিজিশিয়ান সায়েন্টিস্ট এবং গবেষণার প্রধান গবেষক ডা. ওয়াসিফ আলী খান।
তিনি বলেন, সুদৃঢ় উপসংহারে পৌঁছানোর বিবেচনায় এই গবেষণায় অংশগ্রহণকারীর সংখ্যা খুবই কম, তবে প্রাপ্ত বয়স্ক রোগীর ক্ষেত্রে এই ওষুধের কার্যকারিতা গবেষণায় পাওয়া গেছে। পরবর্তী সময়ে আইভারমেকটিন নিয়ে বড় ধরনের ট্রায়ালের জন্য এই গবেষণালদ্ধ জ্ঞান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।
নাজমুল হাসান পান এমপি এসময় বলেন, আইভারমেকটিনের ক্লিনিক্যাল ট্রায়ালে সহায়তা করতে পেরে আমরা আনন্দিত। এটি কোভিড ১৯ মহামারির বিরুদ্ধে লড়াইয়ে ব্যয় সাশ্রয়ী সমাধান খুঁজে বের করার একটি প্রয়াস।
আইসিডিডিআর’বির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ বলেন, গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই গবেষণা স্বল্প পরিসরে করা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আরো বড় পরিসরে গবেষণা দরকার। বড় পরিসরে ট্রায়ালের জন্য আমরা সহায়তা সন্ধান করছি।
বিভাগ : জীবনযাপন
- নরসিংদী জেলা সাংবাদিক সমিতি ঢাকা’র নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা
- বিএনপি নেতা মনজুর এলাহীকে বিমানবন্দরে স্বাগত জানাল নেতাকর্মীরা
- তুচ্ছ ঘটনার জেরে কাপড়ের দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা
- বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ ও ইকোসিস্টেম জরিপ শুরু করছে নরওয়ের গবেষণা জাহাজ
- ওয়ারি-বটেশ্বরে ৬ বছরেও শেষ হয়নি ”গঙ্গাঋদ্ধি” জাদুঘরের নির্মাণ কাজ
- আলোকবালী ইউনিয়নে সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান
- পুরস্কার জিতবেন যেভাবে
- হাসপাতাল থেকে নবজাতক চুরির ১২ ঘন্টা পর উদ্ধার
- ‘আপ বাংলাদেশ’ জেলা আহ্বায়ক কমিটি গঠন
- নরসিংদীর ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে নবজাতক চুরি
- নরসিংদী জেলা সাংবাদিক সমিতি ঢাকা’র নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা
- বিএনপি নেতা মনজুর এলাহীকে বিমানবন্দরে স্বাগত জানাল নেতাকর্মীরা
- তুচ্ছ ঘটনার জেরে কাপড়ের দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা
- বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ ও ইকোসিস্টেম জরিপ শুরু করছে নরওয়ের গবেষণা জাহাজ
- ওয়ারি-বটেশ্বরে ৬ বছরেও শেষ হয়নি ”গঙ্গাঋদ্ধি” জাদুঘরের নির্মাণ কাজ
- আলোকবালী ইউনিয়নে সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান
- পুরস্কার জিতবেন যেভাবে
- হাসপাতাল থেকে নবজাতক চুরির ১২ ঘন্টা পর উদ্ধার
- ‘আপ বাংলাদেশ’ জেলা আহ্বায়ক কমিটি গঠন
- নরসিংদীর ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে নবজাতক চুরি