দীর্ঘ পাঁচ মাস পর বাতি জ্বলল মঞ্চের

২৯ আগস্ট ২০২০, ০১:০৬ এএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৪৫ এএম


দীর্ঘ পাঁচ মাস পর বাতি জ্বলল মঞ্চের

রাকিবুল ইসলাম:

করোনা মহামারীকে ছাপিয়ে দীর্ঘ পাঁচ মাস পর বাংলাদেশে প্রথম কোনো নাটক মঞ্চায়িত হলো দর্শনীর বিনিময়ে। করোনা কালীন সময়ে বিভিন্ন দল গুটিকয়েক পথ নাটক করলেও এগুলো দেখানো হয়েছে ফেসবুক লাইভে।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনের নিলীমা ইব্রাহিম মঞ্চে মহিলা সমিতি মিলনায়তনের নিলীমা ইব্রাহিম মঞ্চে স্বাস্থ্যবিধী মেনে শূন্যন রোপর্টারি থিয়েটারের একক নাটক লালজমিনের ২৪৪ তম মঞ্চায়ন করা হয়। এই মঞ্চায়নের মাধ্যমে দীর্ঘ পাঁচ মাস পর বাতি জ্বলল মঞ্চের।

মান্নান হীরার রচনায় ও সুদিপ চক্রবর্তীর নির্দেশনায় এই নাটকটিকে একক অভিনয় করেছেন মোমেনা চৌধুরী।


বিভাগ : বিনোদন


এই বিভাগের আরও