বাংলাদেশি চলচ্চিত্রে ক্যাটরিনা গ্রে।!

০৬ ডিসেম্বর ২০১৯, ০৬:৫৬ পিএম | আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১১:১৩ পিএম


বাংলাদেশি চলচ্চিত্রে ক্যাটরিনা গ্রে।!

টাইমস বিনোদন ডেস্ক:

ঢাকাই চলচ্চিত্রে যুক্ত হতে যাচ্ছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী ক্যাটরিনা গ্রে। সিনেমার নাম ‘এডভোকেট সুরাজ’। গ্লোবাল এর প্রযোজনায় কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সি.বি. জামান এটি নির্মাণ করছেন।

জানা গেছে, 'এডভোকেট সুরাজ' চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করবেন শামস হাসান কাদির। তার বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী পূজা চোপড়া ও হলিউড অভিনেত্রী ক্যাটরিনা গ্রে।

ইতোমধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে শামস হাসান কাদির ও পূজা চোপড়ার নাম ঘোষণা দিলেও এখন পর্যন্ত ক্যাটরিনা গ্রের নাম ঘোষণা দেয়নি।

গ্লোবাল সূত্রে জানা গেছে, নতুন এ ছবিটিতে বিদেশি অভিনেত্রীরা অভিনয় করবেন। তার মধ্যে কয়েকজন হলিউড ও বলিউডের শিল্পী অভিনয় করবেন। বাকি শিল্পীদের নাম শিগগিরই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে।


বিভাগ : বিনোদন


এই বিভাগের আরও