পলাশে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

০৮ মে ২০২৩, ১২:৫৩ পিএম | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫, ০২:১৮ পিএম


পলাশে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মে) সকালে উপজেলার খানেপুর গ্রামের ফৌজি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলপনা করের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল আলম। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ফোরামের আহ্বায়ক আবু তৈয়ব, সদস্য সচিব এমদাদুল হকসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাথী ও অভিভাবকরা। এসময় বক্তরা বিদ্যালয়ের শিক্ষার মান, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা সভা শেষে প্রাক্তন শিক্ষার্থী ফোরামের পক্ষ থেকে বিদ্যালয়ে একটি কম্পিউটার ও প্রিন্টার মেশিন তুলে দেওয়া হয়।


বিভাগ : শিক্ষা