আবারো বেড়েছে স্বর্ণের দাম
১৯ ডিসেম্বর ২০১৯, ০৯:২৮ এএম | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ০৩:৩২ এএম
টাইমস অর্থনীতি ডেস্ক:
আবারো বেড়েছে স্বর্ণের দাম। এক মাসের কম সময়ের ব্যবধানে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা করে বাড়িয়েছে ব্যবসায়ীরা।
বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশীয় মুদ্রার বিপরীতে ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুসের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণের দর বাড়ানো হয়েছে।
জুয়েলারি ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। সনাতন পদ্ধতির সোনা পুরনো অলঙ্কার গলিয়ে তৈরি করা হয়। এক্ষেত্রে কত শতাংশ বিশুদ্ধ সোনা মিলবে তার কোনো মানদণ্ড নেই। অলংকার তৈরিতে সোনার দরের সঙ্গে মজুরি ও মূল্য সংযোজন কর (ভ্যাট) যোগ করে দাম ঠিক করা হয়। তবে রুপার দর অপরিবর্তিত রেয়েছে। আগের ৯৩৩ টাকা ভরিতেই বিক্রি হবে এটি।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ আউন্স) সবচেয়ে ভালো মানের স্বর্ণ (২২ ক্যারেট) ৫৯ হাজার ১৯৫ টাকায় বিক্রি হচ্ছে। ২১ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হবে ৫৬ হাজার ৮৬২ টাকায়। আর ১৮ ক্যারেট বিক্রি হবে ৫১ হাজার ৮৪৬ টাকা দরে।
বুধবার পর্যন্ত প্রতি ভরি সবচেয়ে ভালো মানের সোনা ৫৮ হাজার ২৮ টাকায় বিক্রি হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হয়েছে ৫৫ হাজার ৬৯৬ টাকায়। ১৮ ক্যারেটের দর ছিল ৫০ হাজার ৬৮০ টাকা।
সর্বশেষ গত ২৩ নভেম্বর সব ধরনের সোনার দর ভরিতে একই পরিমাণ বাড়ানো হয়েছিল। তার আগে টানা কয়েকবার বাড়ানোর পর ১০ সেপ্টেম্বর সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা করে কমিয়েছিল বাজুস।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় দাম বাড়ানোর কারণ ব্যাংখ্যা করতে গিয়ে দিলীপ কুমার আগরওয়ালা গণমাধ্যমকে বলেন, আমরা বুলিয়ন (বার) মার্কেটের উপর জিম্মি হয়ে পড়েছি। তাদের কাছ থেকে এখন বেশি দামে বার কিনে অলংকার তৈরি করতে হচ্ছে। সে কারণে বাধ্য হয়েই আমাদের দাম বাড়াতে হচ্ছে।
বিয়ের মৌসুমকে সামনে রেখে সোনার দর বাড়ানো হয়েছে কিনা- এ প্রশ্নের উত্তরে দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ব্যবসা খুবই খারাপ। কেনাবেচা নেই। অনেক দোকানে সারা দিনে বিক্রিই হয় না। বিয়ের মৌসুম হলে তো চাহিদা থাকত; কিন্তু সেটা নেই।
বিভাগ : অর্থনীতি
- শেখেরচরে ডিস ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১
- রায়পুরায় বালু মহালের ড্রেজার থেকে ভ্রাম্যমান আদালতকে লক্ষ্য করে গুলি
- বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন
- নরসিংদীতে তারুণ্যের উৎসব-২০২৫ ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন
- তামাকজাত পণ্য থেকে প্রাপ্ত রাজস্বের চেয়ে চিকিৎসায় ব্যয় বেশি
- অভিযান পরিচালনা করে কারেন্ট জাল সমস্যা সমাধান করা যাবে না :মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
- নরসিংদীতে ৩ দিনব্যাপী তারুণ্য উৎসব শুরু
- ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড শোরুম উদ্বোধন
- শিবপুরে প্রবীণ আবাসে অনুষ্ঠিত হলো আনন্দ আয়োজন
- শেখেরচরে ডিস ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১
- রায়পুরায় বালু মহালের ড্রেজার থেকে ভ্রাম্যমান আদালতকে লক্ষ্য করে গুলি
- বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন
- নরসিংদীতে তারুণ্যের উৎসব-২০২৫ ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন
- তামাকজাত পণ্য থেকে প্রাপ্ত রাজস্বের চেয়ে চিকিৎসায় ব্যয় বেশি
- অভিযান পরিচালনা করে কারেন্ট জাল সমস্যা সমাধান করা যাবে না :মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
- নরসিংদীতে ৩ দিনব্যাপী তারুণ্য উৎসব শুরু
- ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড শোরুম উদ্বোধন
- শিবপুরে প্রবীণ আবাসে অনুষ্ঠিত হলো আনন্দ আয়োজন