চলতি মাসে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সব ফ্লাইট বাতিল

১১ এপ্রিল ২০২০, ১২:৩৫ পিএম | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ০৫:৫০ এএম


চলতি মাসে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সব ফ্লাইট বাতিল
ফাইল ছবি

অর্থনীতি ডেস্ক:

আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার (১১ এপ্রিল) দুপুরে এক ক্ষুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বিমান। বার্তায় বলা হয়, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এর আগে এপ্রিলের ১৪ তারিখ পর্যন্ত ফ্লাইট বাতিল করেছিল বিমান।

তার আগে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারির কারণে মার্চে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বিমানের মোট ৬৯৮টি ফ্লাইট বাতিল করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একের পর এক ফ্লাইট বাতিল, বাতিল হওয়া ফ্লাইটের টাকা যাত্রীদের ফেরত দেয়া, বিমানের রক্ষণাবেক্ষণ ও কর্মীদের বেতনের জন্য সরকারের কাছে ৬২৮ কোটি চেয়েছিল রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থাটি।


বিভাগ : অর্থনীতি


এই বিভাগের আরও