ভৈরবে হচ্ছে করোনা পরীক্ষার পিসিআর ল্যাব

১২ জুন ২০২০, ০৭:০৮ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ১১:১৫ পিএম


ভৈরবে হচ্ছে করোনা পরীক্ষার পিসিআর ল্যাব

ভৈরব প্রতিনিধি: 

ভৈরবে করোনাভাইরাসের নমুনা সংগ্রহের জন্য অত্যাধুনিক স্যাম্পল কালেকশন বুথ স্থাপন করা হয়েছে। এছাড়া করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য খুব শীঘ্রই করোনাভাইরাস নির্ণয়করণ পরীক্ষা কেন্দ্র (ল্যাব) স্থাপন করা হচ্ছে। পিসিআর ল্যাব স্থাপন করছে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভৈরব ট্রমা সেন্টারে। হাসপাতালের ল্যাবটিই হবে ভৈরবের প্রথম পিসিআর ল্যাব।

ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ এই তথ্য জানিয়েছেন।

ডা. বুলবুল আহমেদ জানান, ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সায়দুল্লাহ মিয়ার আন্তরিক প্রচেষ্টায় ভৈরব ট্রমা সেন্টারে বৃহস্পতিবার (১১ জুন) একটি অত্যাধুনিক স্যাম্পল কালেকশন বুথ স্থাপিত হয়েছে।

এছাড়া অত্যাধুনিক এই স্যাম্পল কালেকশন বুথের সকল কার্যক্রমের জন্য ভৈরবের কৃতী সন্তান জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান দুলাল এর সার্বিক সহযোগিতায় প্রচুর সংখ্যক পিপিই, মাস্ক, গগলস ও ফেসশিল্ড দেওয়া হয়েছে।

ডা. বুলবুল আহমেদ আরো জানান, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন খুব শীঘ্রই ভৈরবে একটি পিসিআর ল্যাব চালু করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 

পিসিআর ল্যাব না থাকায় সংগৃহীত নমুনাগুলো কিশোরগঞ্জ পাঠানো হয়। নমুনা পাঠানোর দুই থেকে তিনদিন পর রিপোর্ট আসে সিভিল সার্জন কার্যালয় থেকে ভৈরবে।

এতে সার্বক্ষণিক সহযোগিতা করছেন কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সায়দুল্লাহ মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকী বিল্লাহ, পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক বশির আহমেদ বিপ্লব। পিসিআর ল্যাব চালু হলে ভৈরববাসীর করোনা টেস্টের রিপোর্টের দীর্ঘসূত্রিতা অনেকাংশেই লাঘব হবে বলে প্রত্যাশা করছেন ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ।

সর্বশেষ বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে পাওয়া রিপোর্ট অনুযায়ী এ পর্যন্ত জেলার মধ্যে ভৈরব উপজেলাতেই সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে। এ উপজেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩৪৯ জন। মারা গেছেন ৬ জন। বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে পাওয়া রিপোর্টে এ উপজেলায় নতুন করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী উপজেলায় মোট ৩৪৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ৮৭ জন সুস্থ হয়েছেন। উপজেলায় এ পর্যন্ত মোট ১৭৭৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে মোট ১৫৫৪ জনের রিপোর্ট পাওয়া গেছে। এছাড়া গত ৮ ও ১০ জুন এর সংগ্রহকৃত নমুনার রিপোর্ট পেন্ডিং আছে।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও