করোনার টিকা নিলেন জাতিসংঘ মহাসচিব

২৯ জানুয়ারি ২০২১, ০৮:৫৬ পিএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ০৬:৪২ পিএম


করোনার টিকা নিলেন জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাস প্রতিরোধে টিকার প্রথম ডোজ নিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সংস্থাটির ওয়েবসাইটে দেয়া এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস এর।

গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদফতর থেকে মাত্র কয়েক মাইল দূরে অবস্থিত ব্রোনেক্সে অ্যাডলাই ই. স্টিভানসন হাইস্কুলে তিনি এ টিকা নেন। জাতিসংঘ প্রধান টুইটার বার্তায় বলেন, তিনি টিকা নিতে পেরে ভাগ্যবান এবং কৃতজ্ঞ হয়েছেন।

এর আগে, অ্যান্তোনিও গুতেরেস টিকার গণতন্ত্রীকরণ নিয়ে বলেন, মানুষের জীবন বাঁচানোর ওষুধগুলো সারা বিশ্বে সমানভাবে বিতরণ করা উচিত বলে আমি মনে করি। সারা বিশ্বে যে সমস্ত বিশ্বাসযোগ্য সংস্থাগুলির করোনা টিকা তৈরি করছে তাদের অবিলম্বে তা বিতরণের লাইসেন্স দেওয়া উচিত।


বিভাগ : বিশ্ব


এই বিভাগের আরও