শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, মধ্যপ্রাচ্যে সোমবার ঈদ

৩০ এপ্রিল ২০২২, ১০:২৮ পিএম | আপডেট: ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৫৭ এএম


শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, মধ্যপ্রাচ্যে সোমবার ঈদ

টাইমস ডেস্ক:

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশগুলোতে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে আগামী সোমবার। আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব এবং আরব আমিরাতের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশ দুটিতে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে আগামী ২ মে।

গালফ নিউজ জানিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও শাওয়ালের চাঁদ দেখা যায়নি। দেশগুলোর মধ্যে রয়েছে, তুরস্ক, ইরাক, কাতার, কুয়েত।

মধ্যপ্রাচ্যের বাইরেও ইউরোপের এবং বিশ্বের অন্যান্য একাধিক দেশেও ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে আগামী ২ মে অর্থাৎ সোমবার। ফ্রান্স, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশের সরকারও দেশগুলোতে আগামী ২ মে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে।


বিভাগ : বিশ্ব


এই বিভাগের আরও