ইরাকে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬৬ জন নিহত

১৩ জুলাই ২০২১, ০৫:৫১ পিএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৮ পিএম


ইরাকে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬৬ জন নিহত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

ইরাকের একটি করোনা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৬৬ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ’র বরাত দিয়ে আলজাজিরা মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

সোমবার গভীর রাতে দক্ষিণের শহর নাসিরিয়ায় আল-হোসেন টিচিং হাসপাতালে আগুন ছড়িয়ে পড়ার ঘটনায় একশ’র বেশি আহত হয়েছে। বেসামরিক প্রতিরক্ষা দলের সহায়তায় ইতোমধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। এদিকে ঘটনার পর হতাহতদের স্বজনরা বিক্ষোভ শুরু করেছে।

বিক্ষোভের মধ্যে ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমী হাসপাতালের প্রধানকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় ইতোমধ্যেই ওই হাসপাতালের ম্যানেজার পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

ইরাকের পার্লামেন্টের স্পিকার মোহম্মাদ আল-হালবৌসি এক টুহটার বার্তায় জানান, ইরাকিদের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থতা হচ্ছে এ ঘটনার প্রমাণ। এ ধরনের বিপর্যয়ের সমাপ্তি টানার এখনই আসল সময়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তারা পুলিশের দুইটি গাড়ি জ্বালিয়ে দিয়েছে।

হাসপাতালের এক গার্ড জানিয়েছেন, করোনা আইসোলেশন ওয়ার্ডের ভেতরে একটি বড় শব্দ শুনতে পাই। তারপর দ্রুত ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে।

করোনা মহামারিতে ইরাকের স্বাস্থ্য সেবায় বাড়তি চাপ সৃষ্টি করেছে। তাছাড়া কয়েক বছর ধরে চলা যুদ্ধে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া দুর্নীতি ইরাকের একটি বড় সমস্যা।

একটি মেডিকেল সূত্র এএফপিকে জানিয়েছে, অক্সিজেন ট্যাঙ্কে বিস্ফোরণ থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত তিন মাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

নিহতদের মধ্যে অধিকাংশই আগুনে পুড়ে মারা গেছেন। লোকজনকে প্রথমে উদ্ধার করে হাসপাতালের সামনে রাস্তায় রাখা হয়েছিল। কোভিড আইসোলেশন ওয়ার্ডে ৭০টি শয্যা ছিল।


বিভাগ : বিশ্ব


এই বিভাগের আরও