বিশ্বজুড়ে করোনা আক্রান্ত ১০ কোটি

২৬ জানুয়ারি ২০২১, ০১:০২ পিএম | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪, ০৪:০৪ এএম


বিশ্বজুড়ে করোনা আক্রান্ত ১০ কোটি
সংগৃহিত ছবি

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বজুড়ে করোনা শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ৯ কোটি ৯৬ লাখ ৭৫ হাজারে পৌঁছেছে। সেই সাথে বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২১ লাখ ৩৯ হাজার ছাড়িয়ে গেছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ২১ লাখ ৩৯ হাজার ১৮৩ জনে। এছাড়া, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ কোটি ৯৬ লাখ ৭৪ হাজার ৯৫১ জনে।

তবে করোনাভাইরাসের বিষয়ে তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটারে তথ্যমতে, মঙ্গলবার পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ১০ কোটি ২ লাখ ৮৯ হাজার ৭০৫ জন।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ৫২ লাখ ৭২ হাজার ৮১২ জন করোনাভাইরাস আক্রান্ত এবং ৪ লাখ ২০ হাজার ৯৬৩ জন মৃত্যুবরণ করেছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত প্রায় ১ কোটি ৬ লাখ ৬৮ হাজার এবং মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ৪৭০ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৮৮ লাখ ৭১ হাজারের অধিক এবং মৃত্যু হয়েছে ২ লাখ ১৭ হাজার ৬৬৪ জনের।


বিভাগ : বিশ্ব


এই বিভাগের আরও