আল-কায়েদার শীর্ষনেতা জাওয়াহিরি’র মৃত্যু

২১ নভেম্বর ২০২০, ১০:০৩ এএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ০৮:৫৬ পিএম


আল-কায়েদার শীর্ষনেতা জাওয়াহিরি’র মৃত্যু
ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:

আল-কায়েদার শীর্ষনেতা আয়মান আল জাওয়াহিরি মারা গেছেন। শুক্রবার (২০ নভেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে ডেইলি মেইল অনলাইন এ তথ্য জানিয়েছে।

২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন নেভি সিল বাহিনীর অভিযানে নিহত হন আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেন। এরপরই সংগঠনের হাল ধরেছিলেন জাওয়াহিরি। তাকে শেষবার দেখা গিয়েছিল যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে আল কায়েদা হামলার বর্ষপূর্তি উপলক্ষে চলতি মাসের প্রথম দিকে প্রকাশিত একটি ভিডিও বার্তায়।

আরব নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, সম্ভবত শ্বাসকষ্টজনিত কারণে জাওয়াহিরির মৃত্যু হয়েছে। চলতি মাসের কোনো এক সময় তার মৃত্যু হয়েছে।

আল কায়েদার হয়ে কাজ করা এক অনুবাদক জানিয়েছেন, গত সপ্তাহে গজনীতে মারা গেছেন জওয়াহিরি। শ্বাসকষ্টে ভুগে তার মৃত্যু হয়েছে। তেমন কোনো চিকিৎসাও হয়নি আল-কায়েদা প্রধানের।

এ ব্যাপারে অবশ্য এখনও আল-কায়েদা কোনো মন্তব্য করেনি।


বিভাগ : বিশ্ব


এই বিভাগের আরও