ভারতে আবাসিক ভবনের দেয়াল ধসে নিহত ১৭

২৯ জুন ২০১৯, ০৮:৩৫ এএম | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪, ০৫:৫৬ এএম


ভারতে আবাসিক ভবনের দেয়াল ধসে নিহত ১৭

বিদেশ ডেস্ক:

ভারতের পুনে শহরে একটি আবাসিক ভবনের দেয়াল ধসে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো অনেকে। নিহতের মধ্যে চার শিশু ও এক নারী রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৮ জুন) রাত ১টা ৪৫ মিনিট নাগাদ ভারি বৃষ্টিপাতের ফলে এ দেয়াল ধসের ঘটনা ঘটে।

দেশটির পুলিশ জানায়, ভবনের পাশে অস্থায়ীভাবে নির্মাণ শ্রমিকদের পরিবারের বসবাস ছিল। দেয়াল ধসে তাদের বাড়িতে চাপা পড়ে। এছাড়া ধসে ওই ভবনের পার্কিং অংশ অনেক নিচে পড়ে যায়।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার উদ্ধারকর্মীরা জানান, ঘটনাস্থলে এখনো উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুন) থেকেই পুনেতে ভারি বৃষ্টিপাত চলছে বলে খবরে বলা হয়েছে। তথ্যসূত্র: এনডিটিভি, জি নিউজ।


বিভাগ : বিশ্ব


এই বিভাগের আরও