অপারেশনের টেবিলেই মৃত্যু হয়েছে কিম জং উনের!
০১ মে ২০২০, ০৯:৪৯ পিএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ০৪:৩১ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে ঘিরে রহস্য বাড়ছে ক্রমেই। কেউ বলছেন, মৃত্যু হয়েছে তার। আবার কেউ বলছেন বহাল তবিয়তে রয়েছেন উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক। তিনি নাকি সমুদ্র সৈকতের রিসোর্টে বেশ আরামেই আছেন। চীন, আমেরিকা, দক্ষিণ কোরিয়ার মতো একাধিক দেশ এই বিষয়ে খোঁজখবর শুরু করেছে।
এদিকে উত্তর কোরিয়ার প্রাক্তন বাসিন্দা এক ব্যক্তি দাবি করেছেন মৃত্যুর ব্যাপারে ৯৯ শতাংশ নিশ্চিত। উত্তর কোরিয়ার ডিটেক্টর জি সিয়ং দক্ষিণ কোরিয়াকে জানিয়েছেন, তার কাছে খবর আছে যে গত সপ্তাহেই অপারেশনের টেবিলেই মৃত্যু হয়েছে কিম জং উনের। তিনি আরও জানিয়েছেন, কিমের পর তার বোন কিম ইয়ো জং ক্ষমতায় আসবেন এটাই স্বাভাবিক, কিন্তু তা সত্ত্বেও ওই দেশে এখন কিমের উত্তরসূরি খোঁজার পর্ব চলছে।
তবে আমেরিকার দাবি করোনা সংক্রমণের ভয়েই প্রকাশ্যে আসছেন না কিম। অবশ্য আমেরিকা একা নয়, এই দাবিকে সমর্থন করছে দক্ষিণ কোরিয়াও।
এদিকে উত্তর কোরিয়াতে এখনও কোনও করোনা সংক্রমণের খবর নেই। দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন মন্ত্রী কিম ইয়ন চুল জানান, উত্তর কোরিয়ার রাষ্ট্রনায়ক ইচ্ছাকৃতভাবেই দেশের জন্মবার্ষিকী পালন করতে চাইছেন না। করোনা যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্যেই হয়তো লুকিয়ে রয়েছেন তিনি।
দক্ষিণ কোরিয়ার সংসদে দাঁড়িয়ে ইউনিফিকেশন মন্ত্রী বলেন, আমাদের গোয়েন্দা রিপোর্ট বলছে কিম সুস্থ রয়েছেন। কারণ উত্তর কোরিয়ার জনমানসে স্বাভাবিক জীবন যাত্রা বহাল। সেখানে কোনও বিচ্যুতি নেই। সুতরাং কিমের অসুস্থতা ও মৃত্যু নিয়ে যে খবর ছড়িয়েছে, তা জল্পনা ছাড়া আর কিছু নয়।
মার্কিন যুক্তরাষ্ট্রও দক্ষিণ কোরিয়ার এই মতকে সমর্থন জানিয়েছে। তাদের দাবি, ওনসানের ব্যক্তিগত রিসোর্টে বিশেষ ট্রেনে করে গিয়ে আত্মগোপন করে রয়েছেন কিম।
কিমকে শেষ দেখা গিয়েছিল ১১ এপ্রিল, নিজের দলের পলিটব্যুরো বৈঠকে। ওসাকার এশিয়া প্রেস ওয়েবসাইটের সম্পাদক ও উত্তর কোরিয়ার সাংবাদিক দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন, কিম নিজেকে আইসোলেশনে রেখেছেন, যাতে করোনা সংক্রমণ থেকে বাঁচতে পারেন।
বিভাগ : বিশ্ব
- রেডি টু কুক মৎস্যপণ্য উৎপাদন গবেষণা আরও জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- নরসিংদীতে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
- নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
- বেলাবতে অনুপস্থিতিসহ দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি
- মাধবদীতে জুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
- এক দফার আন্দোলন শুধু দুই মাসের নয়, ১৬ বছরের আন্দোলন: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি
- স্ত্রীর সঙ্গে কলহের জেরে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে স্বামীর আত্মহত্যা
- যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময়
- আওয়ামী লীগ ভেবেছিল তারা চিরকাল ক্ষমতায় থাকবে: খায়রুল কবির খোকন
- রেডি টু কুক মৎস্যপণ্য উৎপাদন গবেষণা আরও জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- নরসিংদীতে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
- নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
- বেলাবতে অনুপস্থিতিসহ দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি
- মাধবদীতে জুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
- এক দফার আন্দোলন শুধু দুই মাসের নয়, ১৬ বছরের আন্দোলন: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি
- স্ত্রীর সঙ্গে কলহের জেরে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে স্বামীর আত্মহত্যা
- যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময়
- আওয়ামী লীগ ভেবেছিল তারা চিরকাল ক্ষমতায় থাকবে: খায়রুল কবির খোকন