সৌদিতে করোনায় মোট মৃত্যু ১৫২ জনের মধ্যে ৫২ জনই বাংলাদেশি

২৮ এপ্রিল ২০২০, ০৯:৫২ পিএম | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৮ পিএম


সৌদিতে করোনায় মোট মৃত্যু ১৫২ জনের মধ্যে ৫২ জনই বাংলাদেশি
ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতি করোনাভাইরাসে দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে মরুর দেশ সৌদি আরবে। প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রায় প্রতিদিনই নতুন করে রেকর্ড সংখ্যক আক্রান্তের খবর জানাচ্ছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৭৭ জন। কভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৫২ জন। এর মধ্যে ৫২ জনই বাংলাদেশি।

দূতাবাস এবং কনস্যুলেটের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত সৌদি আরবের পশ্চিমাঞ্চলে (জেদ্দা) ৪৮ জন এবং পূর্বাঞ্চলে (রিয়াদ) ২ জন এবং ১ জন বাংলাদেশি কভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছে। দূতাবাস ও কনস্যুলেট ও দূতাবাস থেকে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হালনাগাদ তালিকায় এ তথ্য পাওয়া গেছে।


বিভাগ : বিশ্ব


এই বিভাগের আরও