মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে হামলায় ৩০ জন নিহত
০৭ মার্চ ২০২০, ০১:০০ পিএম | আপডেট: ৩০ মার্চ ২০২৫, ১২:৫৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের রাজধানী কাবুলে শুক্রবার (৬ মার্চ) একটি মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে ভয়াবহ হামলার ঘটনায় কমপক্ষে ২৭ জন প্রাণ হারিয়েছেন বলে সরকারি সূত্র জানিয়েছে। তবে নিহতের সংখ্যা ৩০ বলে জানিয়েছে অন্য এক সূত্র। হামলায় আহত হয়েছেন আরও ৪২ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন আফগান সরকারের প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ। সূত্র আল জাজিরা ও রয়টার্স।
আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খাওয়াজুম জানান, শুক্রবার শিয়া সম্প্রদায়ভুক্ত হাজরা গোষ্ঠীর নেতা আবদুল আলী মাজারির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিচ্ছিলেন আবদুল্লাহসহ দেশের শীর্ষ পর্যায়ের আরও কয়েকজন রাজনৈতিক নেতা। এসময় একটি রকেট সভাস্থলে গিয়ে আঘাত হানে। এরপরই বন্দুক হামলা শুরু হয়। ওই হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। তবে ন্যাটো সূত্র ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে জানিয়েছে, হামলায় ৩০ জনের বেশি মানুষ মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৪২ জন। তাদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর।
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছে। ওই গোষ্ঠী তাদের নিজস্ব ওয়েবসাইট দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় কমপক্ষে ১৫০ জন আহত হয়েছে। তবে তাদের এই বক্তব্য নির্ভযোগ্য সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রহিমি এক সংবাদ সম্মেলনে জানান, হামলার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও পুলিশের বিশেষ বাহিনী। তারা আহতদের উদ্ধার করে কাবুলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে।
এর আগে জঙ্গি গোষ্ঠী তালেবান এ হামলার দায় অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানদের শান্তিচুক্তি স্বাক্ষরিত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে এ হামলার ঘটনা ঘটলো। ওই চুক্তি অনুযায়ী আগামী ১৪ মাসের মধ্যে মার্কিন ও ন্যাটো সেনাদের আফগানিস্তান ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এ অবস্থায় এ ধরনের হামলা শান্তি চুক্তিতে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চলতি বছর দেশটিতে এটিই সবচেয়ে বড় হামলা।
এদিকে শুক্রবারের ওই হামলার নিন্দা করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। প্রসঙ্গত, আফগানিস্তানের শিয়া সম্প্রদায়ভুক্ত এই হাজরা গোষ্ঠীটি প্রায়ই হামলার শিকার হয়ে থাকে।
বিভাগ : বিশ্ব
- পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা
- পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যা: তিনজন গ্রেপ্তার
- নরসিংদীর মহাসড়কে ঈদযাত্রা নিরাপদ রাখতে টহল-তল্লাশীতে র্যাব
- নরসিংদীতে ঈদের নতুন জামা পেয়ে খুশি পথশিশুরা
- মনোহরদীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
- পলাশে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
- ভৈরবে এমইউএসটি’র মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
- শিবপুরে ভুট্টাখেতে মিলল বস্তাবন্দি মরদেহ
- ২৭ মার্চ সামসুদ্দীন আহমেদ এছাকের ২০তম মৃত্যুবার্ষিকী
- পার্শ্ববর্তী রাষ্ট্রের মদদে নির্বাচন বানচাল করার পায়তারা হচ্ছে :খায়রুল কবির খোকন
- পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা
- পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যা: তিনজন গ্রেপ্তার
- নরসিংদীর মহাসড়কে ঈদযাত্রা নিরাপদ রাখতে টহল-তল্লাশীতে র্যাব
- নরসিংদীতে ঈদের নতুন জামা পেয়ে খুশি পথশিশুরা
- মনোহরদীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
- পলাশে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
- ভৈরবে এমইউএসটি’র মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
- শিবপুরে ভুট্টাখেতে মিলল বস্তাবন্দি মরদেহ
- ২৭ মার্চ সামসুদ্দীন আহমেদ এছাকের ২০তম মৃত্যুবার্ষিকী
- পার্শ্ববর্তী রাষ্ট্রের মদদে নির্বাচন বানচাল করার পায়তারা হচ্ছে :খায়রুল কবির খোকন