মদিনায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

২৫ ফেব্রুয়ারি ২০২০, ০১:১৯ পিএম | আপডেট: ৩০ মার্চ ২০২৫, ০৭:০২ পিএম


মদিনায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত
নিহত সৌদি প্রবাসী রায়হান, তার স্ত্রী নিশা

আন্তর্জাতিক ডেস্ক:

ওমরাহ পালন শেষে সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।স্হানীয় সময় সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় মদিনা থেকে ৭০ কি.মি দূরে এ দুর্ঘটনা ঘটে। মরুভূমির বালুঝড়ের কারণে তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে বলে প্রাথমিকভাবে জানা যায়।

জানা যায়, সোমবার বিকাল ৫টায় ওমরাহ পালন শেষে মদিনা থেকে ৭০ কি.মি দূরে তাদের গাড়িটি দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই ৩ বাংলাদেশির মৃত্যু হয়। এসময় আহত হন দুই জন। তাদের মদিনা আল'দার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- চট্রগ্রাম চাকতাই ৩৫ নং বকশিরহাটের সৌদি প্রবাসী রায়হান, তার স্ত্রী নিশা ও রায়হানের ভাই সৌদি প্রবাসী মিজানুর রহমানের মেয়ে (১১)। আহতরা হলেন- ইকবাল ও রায়হানের ছেলে তাজরিয়ান। আহত ইকবাল মদিনার ব্যবসায়ী।


বিভাগ : বিশ্ব


এই বিভাগের আরও