১৪ দিনের রিমান্ডে অং সান সু চি

০৩ ফেব্রুয়ারি ২০২১, ০৮:১৮ পিএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪, ০৯:০০ পিএম


১৪ দিনের রিমান্ডে অং সান সু চি
ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে চার্জ গঠন করেছে দেশটির একটি আদালত। তার বিরুদ্ধে আমদানি ও রপ্তানি আইন লঙ্ঘনের অভিযোগে এই মামলা করা হয়েছে। ওই মামলায় তার ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার (৩ ফেব্রুয়ারি) সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

এনএলডির প্রেস কর্মকর্তা কি তোয়ে বলেন, তারা নির্ভরযোগ্য তথ্য পেয়েছেন যে, দাখিনাথিরি আদালত আমদানি-রপ্তানি আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সু চির ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এছাড়া সোমবারের অভ্যুত্থানে আটক প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধেও জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার (১ ফেব্রুয়ারি) মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। ২০২০ সালের ৮ নভেম্বরের নির্বাচনে ভোট জালিয়াতের অভিযোগ এনে ফল প্রত্যাখ্যান করেছিলো সেনাবাহিনী। এ নিয়ে সরকারের সঙ্গে বিবাদের জের ধরে গত সপ্তাহেই অভ্যুত্থানের হুমকি দেওয়া হয়েছিলো। বর্তমানে সু চিসহ তার দলের নেতাদের গৃহবন্দি করে রাখা হয়েছে।


বিভাগ : বিশ্ব


এই বিভাগের আরও