ড্রোন হামলার পর জ্বলছে সৌদির দুই তেল স্থাপনা

১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৩:০৫ পিএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪, ০৪:৩৮ এএম


ড্রোন হামলার পর জ্বলছে সৌদির দুই তেল স্থাপনা

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদির পূর্বাঞ্চলে রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল উৎপাদন প্রতিষ্ঠান সৌদি অ্যারামকোর দুটি স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) এ হামলার ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্বলছে ঐ স্থাপনা দুটি। তবে এ হামলার দায় স্বীকার করেনি কেউই। হামলা সম্পর্কে অ্যারামকোর পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তবে সম্প্রতি সৌদির বিভিন্ন স্থান লক্ষ্য করে প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তরফ আবকাইক এবং খুরাইস এলাকায় অবস্থিত সৌদি অ্যারামকোর দুটি স্থাপনায় হামলা চালানোর বিষয়টি জানানো হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের ভয়াবহতা নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে নিরাপত্তা কর্মীরা। ইতোমধ্যেই অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি এখনও।


বিভাগ : বিশ্ব


এই বিভাগের আরও