লক ডাউন অমান্য করায় পুলিশের গুলি, নিহত ২

২৬ মার্চ ২০২০, ০৪:২৬ পিএম | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ১০:২৭ এএম


লক ডাউন অমান্য করায় পুলিশের গুলি, নিহত ২
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বব্যাপি এখন একটি ভয়ঙ্কর আতঙ্কের নাম করোনাভাইরাস (কোভিড-১৯)। এই ভাইরাসে এরই মধ্যে পুরো পৃথিবীতে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্ত হয়েছেন সাড়ে ৪ লাখেরও বেশি মানুষ। আক্রান্তদের মধ্যে ১ লাখ ১৩ হাজার ৮০৮ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন।

এই কারণেই পুরো বিশ্বের প্রায় দেশে এখন চলছে লকডাউন। এ অবস্থায় পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডাও লকডাউন করা হয়েছে। তবে সরকার ঘোষিত লকডাউন না মানায় দুই যুবকের উপর গুলি চালিয়ে দেয় দেশটির পুলিশ বাহিনী। বুধবার (২৫ মার্চ) পুলিশের এ গুলিতে নিহত হন তারা। খবর ওয়াশিংটন পোস্ট।

রুয়ান্ডা ন্যাশনাল পুলিশের মুখপাত্র জন বস্কো ক্যাবেরা জানান, নিহত দুই যুবক পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। এরপর গুলি করা হয়।

প্রসঙ্গত, পূর্ব আফ্রিকার দেশগুলোর মধ্যে রুয়ান্ডার করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। আর উপসাহারা অঞ্চলের দেশের মধ্যে এখানেই প্রথম করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন ঘোষণা করা হয়।


বিভাগ : বিশ্ব


এই বিভাগের আরও